বার্তাকক্ষ
জমে উঠেছে লা লিগার শিরোপার লড়াই। তবে আজ রোববার রাতেই অনেকটাই নির্ধারণ হয়ে যেতে পারে শিরোপা ভাগ্য। ন্যু ক্যাম্পে এই মৌসুমের সবচেয়ে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ন্যু ক্যাম্পে বার্সেলোনা স্বাগত জানাবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে।
লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে বার্সা। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। দুই দলের মধ্যে ব্যবধান ৯ পয়েন্টের। সেটা আজ জিতে ১২ পয়েন্টে বাড়িয়ে নিলে ট্রফি জয়ের পথে বড় ধাপ ফেলবে বার্সা। অন্যদিকে রিয়ালের সুযোগ পয়েন্ট ছয়ে কমিয়ে আনার। মাদ্রিদ ক্লাব জিতলে তাদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা আরেকটু বাড়বে।এই ম্যাচে উত্তেজনা তাই আকাশচুম্বী। বাংলাদেশ সময় রাত ২টায় মৌসুমের চতুর্থ এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। গত অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার প্রথম দেখায় জিতেছিল রিয়াল। এরপর দুটি কাপ ম্যাচ খেলে সবগুলো জিতেছে বার্সা। তাই আত্মবিশ্বাসেও খানিকটা এগিয়ে থাকবে কাতালান জায়ান্টরা।
আগের ম্যাচে অ্যাথলেটিক বিলবাওর মাঠে স্বাগতিক দর্শকদের রোষানলে পড়েছিল বার্সা। রেফারিকে অর্থ দেওয়ার অভিযোগে সমালোচিত হচ্ছে ক্লাবটি। এই সুযোগ নিয়ে তাদের আত্মবিশ্বাসে চিড় ধরাতে চেয়েছিল বিলবাও দর্শকরা। সেই প্রতিকূলতা জয় করে ১-০ গোলে ম্যাচটি জেতে বার্সা। এবার ঘরের মাঠে ম্যাচ। এই আলোচিত বিষয়টি খেলোয়াড়দের মনে ব্যাঘাত ঘটাতে পারবে না বললেন কোচ জাভি হার্নান্দেজ, ‘এসব আমাদের অস্থির করে তুলবে না। আমরা অনেক বেশি স্থির। আমরা রোববারের ম্যাচ জেতার দিকে পুরো মনোযোগ রাখছি এবং শিরোপার দৌড়ে বড় ছাপ ফেলতে চাই। আমরা আর কিছু চিন্তা করছি না।’
শিরোপা ভাগ্য নির্ধারণ হতে পারে যে ম্যাচে, সেই খেলায় মাঠের বাইরের বিতর্কিত বিষয় টেনে আনার পক্ষপাতী নয় জাভি। রিয়ালের বিপক্ষে জিতে আপাতত ‘রেফারি কেস’ আড়ালে নিতে মরিয়া তিনি। এখন দেখার অপেক্ষা তার শিষ্যরা সেই ইচ্ছা পূরণ করেন কি না!