বার্তাকক্ষ
কোমরের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি তামিম ইকবাল। ওয়ানডে সিরিজের আগে অনুশীলনে বারবার কোমর নিয়ে কসরত করতে দেখা গেছে অনুশীলনে। গতকাল বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মৃদু চোট পান দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখও। যদিও টিম ম্যানেজম্যান্ট সূত্র নিশ্চিত করেছে এ দুজনের চোট অতটা গুরতর নয়।
নেটে ব্যাটিংয়ের সময় একটি বল আঘাত করে নাঈমের হাঁটুর একটু উপরে। আর লিটন আঘাত পান থ্রো-ডাউন স্পেশালিস্টের বিপক্ষে ব্যাটিংয়ের সময়। একটি বল লিটনের ডানহাতে আঘাত করে। লিটন আঘাত পেলে তাকে পর্যবেক্ষণ করেন জাতীয় দলের ফিজিও মোজাদ্দেদ আলফা সানি। এই আঘাতের পর লিটন আর ব্যাটিংয়ে নামেননি।
এর আগে ব্যাটিংয়ের সময় ফিজিও সানি লিটনকে নিয়ে কাজ করেন। নেটে ব্যাটিংয়ের সময় ঘাড়ে ব্যথা অনুভব করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এরপর সানি এসে কিছুক্ষণ মাসাজ করে দেন। শ্যাডো ব্যাটিং করে লিটন তখন বোঝার চেষ্টা করছিলেন তিনি ঠিক আছেন কি না। এরপর যদিও ব্যাটিং করেছেন লিটন, কিন্তু বলের আঘাতে ইতি ঘটে অনুশীলনের।
