বার্তাকক্ষ
প্রথম ইনিংসে ভারত ১০৯ রানে অলআউট। অস্ট্রেলিয়াও বড় লিড নিতে ব্যর্থ। দ্বিতীয় দিন উমেশ যাদবের পেস আর রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে সুবিধা করতে পারেনি। ১৯৭ রানে অলআউট তারা। এরপর নাথান লিয়ন ঘূর্ণি জাদুতে বশীভূত করলেন ভারতকে। তার ২৩তম ফাইফারে ইন্দোর টেস্টের দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা গুটিয়ে গেলো ১৬৩ রানে। চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে টিকে থাকতে অজিদের দরকার ৭৬ রান। সহজ এই লক্ষ্যে শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু করবে সফরকারীরা। ৮৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে ভারত। দুই ওপেনার শুভমান গিল (৫) ও রোহিত শর্মাকে (১২) ফিরিয়ে দারুণ শুরু এনে দেন লিয়ন। বিরাট কোহলি (১৩) এবারও ব্যর্থ, ম্যাথু কুনেমানের শিকার। রবীন্দ্র জাদেজাকে (৭) দলীয় ৭৮ রানে প্যাভিলিয়নে পাঠান লিয়ন। এরপর চেতেশ্বর পুজারা ও শ্রেয়াস আইয়ারের জুটি প্রতিরোধ গড়ে। আইয়ারের ২৭ বলে ৩ চার ও ২ ছয়ে ২৬ রানের গতিময় ইনিংস থামে মিচেল স্টার্কের বলে। শ্রীকর ভারত ও রবীচন্দ্রন অশ্বিনকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন লিয়ন। একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরির দেখা পাওয়া পুজারাকে ফিরিয়ে ভারতের লাগাম টেনে ধরেন অজি স্পিনার। এনিয়ে ১৩তম বার লিয়নের শিকার হলেন তিনি, যা কোনো ভারতীয় ব্যাটসম্যানের একজন বোলারের কাছে সর্বোচ্চ। একই ওভারে উমেশ যাদবও ফেরেন। অক্ষর প্যাটেল ও মোহাম্মদ সিরাজ ক্রিজ আঁকড়ে পড়ে ছিলেন। তাদেরও বিচ্ছিন্ন করেন লিয়ন। উইকেট ছেড়ে বেরিয়ে এসে বোল্ড হন সিরাজ। ২৩.৩ ওভারে ৬৪ রান দিয়ে ৮ উইকেট পান লিয়ন। এটা তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। এর আগে ২০১৭ সালে বেঙ্গালুরুতেও ভারতের ৮ উইকেট নেন লিয়ন, সেবার দেন ৫০ রান। এর আগে ৪ উইকেটে ১৫৬ রানে দিন শুরু করা অস্ট্রেলিয়া বাকি ছয় উইকেট হারায় মাত্র ৪১ রানে। অশ্বিন ও উমেশ সমান তিনটি করে উইকেট নেন। আগের দিন চার উইকেট নেওয়া জাদেজা আর সংখ্যা বাড়াতে পারেননি। ভারতকে গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় দিনের সমাপ্তি ঘোষণা করা হয়।