লোহাগড়া প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামে মিন্টু শেখ নামে এক দিনমজুরের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছে প্রতিপক্ষর লোকজন। বুধবার সকালে ওই দিনমজুরের বাড়িতে হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লোহাগড়া ইউনিয়নের কামঠানা গ্রামের মিন্টু শেখ একই গ্রামের বাশার মোল্যা, হাফিজার মোল্যা ও ইদ্রিস মোল্যার কাছ থেকে কামঠানা মৌজার ২৩ শতাক জমি কিনে ঘরবাড়ি বানিয়ে দীর্ঘদিন বসবাস করছেন। ওই জমি নিয়ে তার অন্য শরিক দেলোয়ার হোসেন দুলু ও কবির হোসনদের সাথে বিরোধ চলছে। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার শালিশ বৈঠক করে মীমাংশার চেষ্টা করেন। পরে বিরোধের বিষয়টি থানা পুলিশসহ আদালত পর্যন্ত গড়ায়। মিন্টু শেখ ও চম্পা খানম অভিযোগ করে বলেন, বুধবার সকালে প্রতিবেশি দেলোয়ার হোসেন দুলু ও হোসেনুরের নেতৃত্বে ৮-১০ লাঠিসোটা, রামদা নিয়ে তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ঘর ও ঘরের বেড়া ভাঙচুর করে জমিদখলের চেষ্টা করে।
এ ব্যাপারে দুলু মোল্যা জানান, মিন্টু শেখের কেনা ২৩ শতক জমির মধ্যে বসত বাড়িতে ১০ শতক জমি পাবে। বাকি জমি মাঠের অন্য দাগে উল্লেখ করে লিখে দেয়া আছে। কিন্তু সে আমাদের জমি নিয়ে পুরোটায় ভোগ দখল করতে চাই। এ নিয়ে শালিস -বৈঠকের সিদ্ধান্ত না মানার কারণে দ্বন্দ লেগে আছে।