প্রতিদিনের ডেস্ক
এবারের ভারত বিশ্বকাপে সবচেয়ে আলোচিত তরুণ ভারতীয় বংশোদ্ভূত কিউই ওপেনার রাচিন রবীন্দ্র। বৃহস্পতিবার (৯ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে মাত্র ৩৪ বলে ৪২ রানসহ মোট ৫৬৫ রান নিয়ে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি। এর মাধ্যমে রাচিন ভেঙে ফেলেন ভারতীয় কিংবদন্তী টেন্ডুলকারের রেকর্ড। বিশ্বকাপে ২৫ বছরের কম বয়সী কোন ব্যাটার হিসেবে এক আসরে সবচেয়ে বেশি রানের মালিক এখন তিনিই। এর আগে ৯৬ বিশ্বকাপে ভারতীয় কিংবদন্তী ব্যাটার শচিন এক আসরে ৫২৩ রান করেছিলেন। এদিকে এবারের বিশ্বকাপে কিউইদের হয়ে টপ অর্ডারে ব্যাট করার কোন সুযোগই ছিলনা রাচিনের। কিন্তু নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের ইনজুরি তাকে সে সুযোগ করে দেয়। বিশ্বকাপে এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে তিনটি সেঞ্চুরি এবং দুইটি হাফ সেঞ্চুরি আসে এই বাঁহাতির ব্যাটারের কাছ থেকে। এছাড়াও ৭০.৬২ গড়ে মোট ৫৬৫ রান করেন রাচিন। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে করেন সেঞ্চুরি। তার করা ১১৬ রানের উপর ভর করেই ৩৮৩ রান পর্যন্ত পৌঁছায় কিউইদের রান। যদিও ঐ ম্যাচে জিততে ব্যর্থ হয় নিউজিল্যান্ড তারপরও চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় ম্যাচটি। এছাড়াও প্রথম ম্যাচে ইংলিশদের বিপক্ষেও রাচিন অপরাজিত থাকেন ১২৩ রানে। ফিফটি পান নেদারল্যান্ডস এবং ভারতের বিপক্ষেও ম্যাচেও। অন্যদিকে বল হাতে এখন পর্যন্ত ৫টি উইকেট তুলে নেন এই ভারতীয় বংশোদ্ভূত কিউই অলরাউন্ডার।
