বাগেরহাট প্রতিনিধি.
বাগেরহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের শতবর্ষ পূর্তি উপলক্ষে মাসব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয় চত্বরে বিজ্ঞান মেলার মধ্য দিয়ে মাসব্যাপি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম, প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী চার্টার্ড এ্যাকাউন্টেন্ট মোঃ নেছার উদ্দিন, অধ্যক্ষ ঝিমি মন্ডল, শিক্ষক ও অতিথিগণ বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিজ্ঞান মেলায় বাগেরহাট শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয়, বহুমুখী কলেজিয়েট স্কুলসহ ১০টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহন করেছে। ক্ষুদে শিক্ষার্থীরা পেট্রোল ও পানির সমন্বয়ে গ্যাস, স্বয়ংক্রীয় নিরাপত্তা পদ্ধতী, কাঙ্খিত সিটি, কাঁদা দিয়ে বিদ্যুৎ তৈরির পদ্ধতিসহ নানা প্রকার আবিস্কার প্রদর্শন করেন। ক্ষুদে বিজ্ঞানিদের তৈরি বিভিন্ন গুরুত্বপূর্ণ আবিস্কার দেখে প্রশংসা করেন অতিথিগন। এছাড়া ১১ মার্চ সমাপনি ও শতবর্ষ পূর্তি উপলক্ষে পুনর্মিলনীতে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনির উপস্থিত থাকার কথা রয়েছে।১৯২৩ সালে বাগেরহাট শহরের দশানী নামক স্থানে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।