কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর ইউনিয়নের এক কৃষকের ৫ বিঘা জমির ফলন্ত চাল কুমড়ার গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে শামিম মিয়া নামে ওই কৃষকের ফলন্ত চালকুমড়ার গাছ কেটে জমিতেই ফেলে রেখে যায় তারা।
শামিম মিয়া জানান, তার সাথে একই এলাকার কয়েকজনের পূর্ব শত্রুতা রয়েছে। তারাই এই ক্ষতি করেছে। শামিম মিয়া আরো বলেন, তাদের সাথে আমার জায়গা-জমি ও রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ঘটনাস্থল পরিদর্শন করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমান সাংবাদিকদের জানান, সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন। বিষয়টি ঊর্ধতন কর্মকর্তাকে অবগত করেছেন। এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন বলেন, একটা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
