বার্তাকক্ষ ,,নতুন একটি নাটক নিয়ে হাজির হচ্ছেন হাল সময়ের জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী সারিকা সাবাহ। নাটকের নাম ‘আর্টিস্ট কল’। কাব্য হাসানার গল্প ও রচনায় এটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। ১৬ই মার্চ হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে। শামীম হাসান সরকার বলেন, সুন্দর ও আলাদা গল্পের নাটক। আশা করছি ভালো লাগবে সবার।