শালিখা প্রতিনিধি :
যশোর জেলা ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়ন রেজি. নং- বি/৯১৮ এর আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে শনিবার মাগুরার শালিখায় নির্বাচনী মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার। সংগঠনের চিত্র বাজার শাখার আয়োজনে, সীমাখালী ব্রিজের দক্ষিণ পাশে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদস্য প্রার্থী মো. সুমন মুন্সি। প্রধান অতিথি ছিলেন সংগঠনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ও যশোর জেলা শাখার সভাপতি আলমগীর সিদ্দিকী আলম। বিশেষ অতিথি ছিলেন আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. নসু শেখ। অনুষ্ঠানে বক্তারা আসন্ন নির্বাচনে আলম-নসু প্যানেলের সকলকে ভোট দিয়ে সংগঠনকে শক্তিশালী করার ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান।