Saturday, December 9, 2023
Homeবিনোদনশাহিদ-রণবীরের সঙ্গে প্রেম প্রশ্নে মুখ খুললেন নার্গিস ফাখরি

শাহিদ-রণবীরের সঙ্গে প্রেম প্রশ্নে মুখ খুললেন নার্গিস ফাখরি

Published on

সাম্প্রতিক সংবাদ

নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

জামিল হায়দার জনি, নাটোর জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ...

নাটোরে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জামিল হায়দার জনি, নাটোর ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ এইপ্রতিবাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় আন্তর্জাতিক...

‘এখানেই শেষ নয়’, মাইলফলক ম্যাচ জিতে রোনালদো

প্রতিদিনের ডেস্ক ক্যারিয়ারের ১২০০তম ম্যাচ খেলে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন মাইলফলক ছোঁয়া ম্যাচে তার...

‘উন্নতি নয়, জিততে এসেছিলাম’, হারের পর শান্ত

প্রতিদিনের ডেস্ক জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করলেও, বাংলাদেশের শেষটা হয়েছে হার দিয়ে।...

প্রতিদিনের ডেস্ক॥সর্বপ্রথম আমেরিকার নেক্সট টপ মডেল হওয়ার মাধ্যমে মিডিয়াতে প্রবেশ করেন নার্গিস ফাখরি। পরে জায়গা করে নেন বলিউডেও। ২০১১ সালে বলিউডের সাড়া জাগানো চলচ্চিত্র ‘রকস্টার’-এ অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে ভারতে আত্মপ্রকাশ করেন। এরপর ‘ম্যায় তেরা হিরো’, ‘মাদ্রাস ক্যাফে’র মতো সিনেমায় নিজের অভিনয় জাদুতে আলো ছড়িয়েছেন।
ভারতে তার ভক্ত-অনুসারীর সংখ্যাও কম নয়। তবে বেশ কয়েক বছর ধরেই চলচ্চিত্রের বাইরে রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি সিদ্ধার্থ কাননের সাথে সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার আর অতীতের কিছু বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী। জানিয়েছেন তাঁকে নিয়ে চর্চা হওয়া গুঞ্জনের সত্যতা প্রসঙ্গে।
এর আগে, একাধিকবার শিরোনামে উঠে এসেছেন এই অভিনেত্রী। কখনো বিতর্কিত মন্তব্য করে, কখনো বলিউডের ভেতরের অন্ধকার জগৎ নিয়ে কথা বলে। তবে অভিনেত্রীকে নিয়ে প্রেমের বিতর্কও কম নয়। একাধিকবার বিভিন্ন পরিচিত নামের সঙ্গে উঠেছে নার্গিসের নাম।
যার মধ্যে রয়েছে রণবীর কাপুর ও শাহিদ কাপুরের সঙ্গে সম্পর্কের গুজবও। দীর্ঘদিন পর সেই প্রসঙ্গ উঠতেই জবাব দিলেন নার্গিস। সিদ্ধার্থ কাননের সাথে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, পুরনো প্রেমের গুঞ্জনের প্রসঙ্গে নার্গিস বলেন, ‘রণবীর আমার সহ-অভিনেতা। আর কিছুই নয়। সে একজন চমৎকার মানুষ।
এসব গুঞ্জন আমাকে পাগল করে দিত। একবার একটা প্রতিবেদনে বলা হয়েছিল যে আমি শাহিদ কাপুরের অ্যাপার্টমেন্টে চলে এসেছি! আমি যদি এই নিবন্ধগুলো সংরক্ষণ করতাম! সেই সময় আমার মা মুম্বাই আসেন এবং আমার মাকে নিয়েও মানুষ আমাকে মেসেজ করতে শুরু করে যে আমার মা শাহিদের সঙ্গেই দেখা করতে এসেছে! আমার প্রা প্রায়ই আমার সঙ্গে দেখা করতে আসত। সুতরাং আমি এসবে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম।’
সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর বিতর্কিত লেসবিয়ান মন্তব্য সম্পর্কেও কথা বলেন। তিনি জানান, “একজন প্রতিবেদক আমার কাছে এসে বললেন, ‘বি-টাউন তারকাদের উপভোগ করতে কেমন লাগছে?’ তিনি এটি এমনভাবে বলেছিলেন যেন তিনি কিছু ইঙ্গিত করছেন!
এমন প্রশ্নে আমি শুধু তাকে বলেছিলাম, ‘আচ্ছা, আমি অপেক্ষা করছি। আপনি আমাকে একজন লেসবিয়ানে পরিণত করবেন।’ অথচ এটাই শিরোনাম করা হয়। আর আমিও সমস্যায় পড়লাম। আমি ব্যঙ্গ করেছিলাম এবং তিনি মুখ গোমড়া করে চলে গেলেন। সে সময় তারা বিভিন্ন মানুষকে নিয়ে এত গল্প লিখছিলেন। কিন্তু আমি তাদের কাউকে চিনি না।”
দীর্ঘদিন পর্দার বাইরে থাকলেও নার্গিস ফাখরিকে এ বছর আবারও পর্দায় দেখা গেছে। ‘শিব শাস্ত্রী বালবোয়া’ দিয়ে আবারও পর্দায় এসেছেন নার্গিস। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের ও নীনা গুপ্তা।
সূত্র : ইন্ডিয়া টুডে

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

ঐশ্বরিয়া কি বিচ্ছেদের পথেই হাঁটছেন !

প্রতিদিনের ডেস্ক বিয়ের পর দুই দশক পার করেছেন বলিউডে পাওয়ার কাপল খ্যাত অভিষেক বচ্চন...

সাধারণ আইটেম গানেও খরচ ৩ কোটি টাকা!

প্রতিদিনের ডেস্ক উড়ে এসে চলচ্চিত্রে জুড়ে বসেছে আইটেম গান। যদিও গানটি চলচ্চিত্রের মূল গল্পের মোড়...

যন্ত্রণার কথা জানালেন জোলি

প্রতিদিনের ডেস্ক জীবনের কঠিন সময় নিয়ে মুখ খুললেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি বলেন, ব্র্যাড...