শিক্ষার মানোন্নয়নে এআইইউবি-এআইটির সমঝোতা নবায়ন

0
18

বার্তাকক্ষ ,,আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ও এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থাইল্যান্ডের (এআইটি) মধ্যে উচ্চশিক্ষা কার্যক্রমের আওতায় বিভিন্ন বিষয়ে নবায়ন সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। গত ১ মার্চ থাইল্যান্ডের এআইটি ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এআইইউবি ও এআইটি ২০০৮ সাল থেকে উচ্চশিক্ষার মানোন্নয়নে কাজ করছে। এআইইউবির প্রতিনিধিত্ব করেন ড. কারমেন জেড লামাগনা এবং এআইটির প্রতিনিধিত্ব করেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট অধ্যাপক কাজুও ইয়ামামোটো।
ড. কারমেন জেড লামাগনা ও অধ্যাপক কাজুও ইয়ামামোটো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নবায়ন সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যমান সমঝোতার অধীনে নিজ নিজ প্রতিষ্ঠানের মধ্যে উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
এআইইউবির প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।