মোরেলগঞ্জ সংবাদদাতা :
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরের বারইখালী এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার শিশুর মা জানান, গত ১২ অক্টোবর বুধবার সকালে তার শিশু মেয়েটিকে বাড়িতে একা রেখে তিনি বাড়ি থেকে বাজারে যান। তার প্রতিবেশী বাবুল হাওলাদারের ছেলে নবীন হাওলাদার (১৮) ও বাবুলের ছোট ভাই নাসির হাওলাদারের ছেলে নাজমুল আহসান(১৪) ওই শিশুটিকে ডেকে একটি খুপড়ি ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ সময় ধর্ষনের দৃশ্যটি ভিডিও ধারণ করে নবিন হাওলাদার। বিষয়টি স্থানীয় নারী জনপ্রতিনিধিকে জানালে তিনি মিমাংশার কথা বলে তাদের কালক্ষেপন করতে থাকে। এদিকে ধর্ষণের ভিডিও ফুটেজটি বিভিন্ন মোবাইল ফোনে ছড়িয়ে যায়। ফলে বুধবার ( ১৯ অক্টোবর) শিশুটির মা বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত নাজমুল আহসানকে আটক করে। এ ব্যাপারে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, ধর্ষনের অভিযোগে নাজমুল আহসানকে আটক করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে। অপর অভিযুক্ত নবীন হাওলাদারকে আটকের চেষ্টা চলছে।