বার্তাকক্ষ
নভেম্বরে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। শ্রেষ্ঠত্বের মঞ্চে শীর্ষে থেকেই কাতারে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আজ (বৃহস্পতিবার) প্রকাশিত বিশ্বকাপের আগে শেষ ফিফা র্যাঙ্কিংয়ে তিতের দলের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। আর্জেন্টিনাও রয়েছে আগের অবস্থানে।সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই ম্যাচ জিতেছে। ঘানাকে ৩-০ গোলে ও তিউনেশিয়ার বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল।
আর আর্জেন্টিনা জিতেছে হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে। দুই ম্যাচেই জয় এসেছে ৩-০ গোলে।র্যাঙ্কিংয়ে এক নম্বরে ব্রাজিল। এরপরেই রয়েছে বেলজিয়াম। লিওনেল মেসির আর্জেন্টিনার জায়গার পরিবর্তন হয়নি। রয়েছে তিনে। ফ্রান্স চতুর্থ ও ইংল্যান্ড রয়েছে পঞ্চম স্থানে।
বাংলাদেশ আগের ১৯২তম স্থান ধরে রেখেছে। প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে ১-০ গোলে হারালেও নেপালের কাছে ৩-১ গোলে হার মানতে হয়েছিল লাল-সবুজ জার্সিধারীদের।
