শ্যামনগরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

0
13

আলমগীর হায়দার, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ অজ্ঞাত এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে। রোববার ( ১২ মার্চ) দুপুর ২টার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) পিংকু মন্ডল উপজেলা সদরের জমিদার বাড়ি নামক স্থান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেন। পুলিশ জানায়, স্থানীয়রা শ্যামনগর উপজেলা সদরের জমিদার বাড়ি নামক স্থানে অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সাতক্ষীরা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই) এর উপ পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ওই নারীর ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা: নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ সোমবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় জানার চেষ্টা অব্যাহত আছে।