উৎপল মণ্ডল,শ্যামনগর
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়ার পাঁচ ফোকড় গেটের মধ্য স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। স্থানীরা বলেন বহুদিনের এ কলগেটটি সংস্কার না করায় প্রতিবছর এমন ভাবে ধ্বসে পড়ে। তবে পানি কিষ্কাশন বন্ধ না করলে কয়েকটি এলাকা নদীর পানিতে প্লাবিত হয়ে যাবে বলে অভিযোগ করেন এলাকাবাসী। কলগেট ভাঙার বিষয়ে ভামিয়া গ্রামের পরিমলের স্ত্রীর কাছে জানাতে চাইলে তিনি বলেন,শুক্রবার বিকেলে হটাৎ করে গেটের মধ্য ভাগে ভাঙন দেখতে পেয়ে আমারা চেয়ারম্যান কে বলেছি চেয়ারম্যান সাথে সাথে এখানে এসে গেটটি সংস্কার করা হবে বলে আশ্বস্ত করেন আমাদের। ভামিয়া গ্রামের হরিদাস বিশ্বাস বলেন,ভামিয়ার কারিতাসের পাঁচ ফোকড় কলগেটটি ভেঙে গেলে হাজার বিঘা মৎস্য ঘের সহ কৃষি ফসল ভেসে যাবে। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা নজরুল ইসলামের কাছে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, শুক্রবার সন্ধ্যায় ভামিয়া পাঁচ ব্যান্ড গেটের মধ্য স্থান থেকে ঢসে পড়েছে খবর পেয়ে আমি সহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের সাথে নিয়ে সেখানে পৌঁছেয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ- সহকারী প্রকৌশলীর কাছে ফোন দিয়ে বললে পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ- সহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদৌসের কাছে জানাতে চাইলে তিনি বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে বিষয়টি জানিয়েছেন তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে গেট টি দ্রুত বন্ধ করে দেওয়ার হবে বলে তিনি জানান।
শ্যামনগরে পানি নিস্কাশনের পাঁচ ব্যান্ড কলগেটে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে
Published on
