আলমগীর হায়দার, শ্যামনগর
সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা সদর ইউনিয়নে অবস্থিত বেসরকারী হাসপাতাল ফ্রেন্ডশীপের আয়োজনে সম্পূর্ণ বিনা খরচে ঠোট কাটা ও তালু কাটার চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শনিবার ২৮ অক্টোবর সকাল ১১ টায় ফ্রেন্ডশীপ হাসপাতালের পরিচালক লেঃ কর্ণেল(অবঃ)ডাঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিকিৎসাসেবা ক্যাম্পের প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ সৈয়দ সামসুদ্দিন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, সহযোগী অধ্যাপক ডাঃ আসলাম আল মেহেদী। হাসপাতালের চিকিৎসক ডাঃ এলিজাবেদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ রেশমা পারভীন শম্পা।
