উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে মাদক ব্যবসায়ীসহ ১০কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোমবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, টেংরাখালী এলাকার রমজান গাজীর ছেলে বিল্লাল গাজী (২৫), একই এলাকার রকমান গাজীর ছেলে ফিরোজ হোসেন (২৬), মতিউর রহমান গাজীর ছেলে আঃ রহমান (২৫), ইসমাইলপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে আশরাফুর জামান (অপু) (২০), হরিনগর চুনকুড়ি এলাকার শেখ আরজান আলীর ছেলে মোঃ আব্দুস সামাদ (৪১), রামচন্দ্রপুর (তালুক) এলাকার মৃত নওশের আলী গাজীর ছেলে মোঃ রফিকুল ইসলাম ওরফে বড়ছেলে (৩৮), ভামিয়া এলাকার মোঃ রফিকুল মোল্যার ছেলে মিঠু মোল্যা, একই এলাকার অমেদ আলী মোল্যার ছেলে মোঃ রফিকুল মোল্যা, হরিনগর এলাকার মোঃ আঃ ছপুর গাইনের ছেলে আলাউদ্দিন গাইন ও একই এলাকার মোঃ সৈয়দ আলী গাজীর ছেলে মোঃ আব্দুল্লাহ গাজী। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছ।
