উৎপল মণ্ডল, ভূরুলিয়া (শ্যামনগর) :
সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় অঞ্চলে অতিরিক্ত জোয়ারের কারণে নদীর বেড়িবাঁধ ছাপিয়ে পানি লোকালয়ে ঢুকছে। উপজেলার দ্বীপ বেষ্টিত গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া নদীর পানি বেড়িবাঁধের বাইরে চলে আসতে শুরু করায় আঙ্কত ছড়িয়েছে। পূণিমায় জোয়ারের পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। আগামী দিনগুলোয় পানি আরো বাড়তেপেতে পারে। দ্রুতই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামত না করলে লোকালয় পানি ডুবে যাবে বলে স্থানীয়রা আশংকা করছেন।
গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, জোয়ারের পানি অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু এলাকায় পানি ঢোকার কোন খবর এখনো পর্যন্ত পাননি। পানি উন্নয়ন বোর্ডের সেকশান অফিসার সাজ্জাদ হোসেন বলেন, অতিরিক্ত জোয়ারের কারণে ঝুঁকিপূর্ণ জায়গায় পানি প্রবেশের আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আমরা প্রস্তুত আছি।
শ্যামনগর উপকূলে অতিরিক্ত জোয়ার বেড়িবাঁধ ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশ
Published on