উৎপল মণ্ডল,শ্যামনগর
১৯শে নভেম্বর শ্যামনগর হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের ১৯ শে নভেম্বর এই দিনে বাংলাদেশের সর্ব প্রথম হানাদার মুক্ত অঞ্চল হিসেবে গৌরব অর্জন করে দেশের সর্ব দক্ষিণ উপজেলা শ্যামনগর। দিবসটি উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল সভাপতিত্বে ১৯শে নভেম্বর রোববার সকাল ১০ টা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকল শহীদদের সম্মান প্রদর্শন করা হয়। এবং সকল মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে একটি র্যালি শ্যামনগর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক গাজী, বীর মুক্তিযোদ্ধা জি এম ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা সুখেন্দ্রনাথ মিস্ত্রি, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান সহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার এর সভাপতি কামরুল হায়দার নান্টু, সাধারণ সম্পাদক মিন্টু, সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।
শ্যামনগর হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে র্যালি
Published on
