প্রতিদিনের ডেস্ক॥ গাজীপুরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের মধ্যে সংঘর্ষে আঞ্জুয়ারা খাতুন নামের এক নারী নিহত হয়েছেন। নিহত এ পোশাকশ্রমিক মাত্র দেড় মাস আগে চাকরিতে যোগ দেন। এর মধ্যে বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সংঘর্ষের এ ঘটনায় প্রাণ হারান তিনি।
আঞ্জুয়ারা খাতুনের স্বামী জামাল বাদশা জানান, তাদের এক ছেলে ও এক মেয়ে। আঞ্জুয়ারার মৃত্যুতে সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। বার বার কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এখন আমার সন্তানদের কে দেখবে।’
জানা গেছে, নিহত আঞ্জুয়ারা কোনাবাড়ী জরুন এলাকার ইসলাম গার্মেন্টস-২ এর সেলাই মেশিন অপারেটর পদে চাকরি করতেন। তার বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর থানার চরগিরিশ এলাকায়।
জামাল বাদশা আরও জানান, সকাল সাড়ে ৮টার দিকে গার্মেন্টস শ্রমিকরা বেতন ভাতার দাবিতে আন্দোলনের সময় ইসলাম গার্মেন্টসের সামনে পুলিশে গুলিতে আনজু ও জালাল গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে আঞ্জুয়ারাকে মৃত ঘোষণা করেন ও জালাল জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
