ভোমরা বন্দর প্রতিনিধি :
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ঐতিহ্যবাহী ব্যবসায়ী প্রতিষ্ঠান আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সঙ্গে মতবিনিময় করেন। শনিবার বেলা সাড়ে ১২ টায় ভোমরার রাফসান প্লাজার ২য় তলায় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন কার্যালয় থেকে নেতৃবৃন্দ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল স্তবক ও ক্রেস্ট প্রদান করেন। মতবিনিময়কালে সংসদ সদস্য রবি বলেন, দেশের খাদ্য সংকট নিরসন, দারিদ্র্য বিমোচন ও আর্থ সামাজিক উন্নয়নে আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমদানি পণ্য বাণিজ্যের মাধ্যমে সরকার অর্জন করে কোটি কোটি টাকা রাজস্ব। সুতরাং দেশের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের ভূমিকা ও অগ্রাধিকার অনস্বীকার্য। মত বিনিময়কালে উপস্থিত ছিলেন, আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ আব্দুস সবুর, সিনিয়র সহ-সভাপতি আল ফেরদৌস আলফা, সহ-সভাপতি গোলাম ফারুক(বাবু) ও অহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা রইসুল আবেদিন রাতুল, সহ- সাধারণ সম্পাদক সুকুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, বাণিজ্যিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক আছাদুল ইসলাম, দপ্তর বিষয়ক সম্পাদক জি এম খোরশেদ আলম, কাস্টমস বিষয়ক সম্পাদক জাকির হোসেন (মন্টু), বন্দর ও বর্ডার বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র ঘোষ, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জার্জিস আহমেদ, প্রচার বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম(আনার), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কিনু বিশ^াস, কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান নাসিম, আক্তার হোসেন, দেলোয়ার হোসেন, জি এম আমির হামজা ও ইমরুল কায়েস।
সংসদ সদস্য মীর রবির সাথে ভোমরা বন্দর আমদানি-রপ্তানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়
Published on