নিজস্ব প্রতিবেদক
সাগর রুনি, সাইফুল ইসলাম মুকুল ও শামছুর রহমান সহ সকল সাংবাদিক হত্যা বিচার দাবিতে সাংবাদিক সমাবেশ প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়। সাংবাদিক সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এমএ আইউব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউজের সভাপতি এম আব্দুল্লাহ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব নুরুল আমিন রোকন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএফইউজের কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংবাদিক নুর ইসলাম, জাকির হোসেন, আহসান কবির, আনোয়ারুল কবির নান্টু, সাইফুর রহমান সাইফ সাইফুল ইসলাম সজল প্রমুখ। সাংবাদিক সমাবেশে বক্তারা বলেন,গত ১৪ বছরে দেশে ১৪ জন সাংবাদিক খুন হয়েছে। সাংবাদিক নির্যাতনের স্বীকার হয়েছেন বহু।যারা গত ১৪ বছরে হালুয়া রুটি খেয়ে আসছেন তারাই এখন রাজপথে নির্যাতিত সা্ংবাদিকদের পক্ষে আন্দোলন করছেন। বক্তারা সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করেন। সাংবাদিক সমাবেশ সার্বিক সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকরামুজ্জান।