রুহুল আমিন, দেবহাটা
দেবহাটার পারুলিয়ার মেহেদী সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। মৃত মেহেদী দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের শেখ মুস্তাক এর ছেলে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সুভাষিণী বাজারে ঠিক ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী পারুলিয়া নিজ বাড়ি থেকে খুলনায় যাওয়ার সময় তালা উপজেলার সুভাষিণী বাজারে পৌঁছালে খুলনা থেকে সাতক্ষীরার দিকে আসা একটি ড্রাম ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেল চালক মেহেদী মাথায় আঘাত পাওয়ার পর ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটিকে মর্গে পাঠানো হচ্ছে। ট্রাক চালককে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
