বার্তাকক্ষ
বিশ্বনন্দিত পপ তারকা রিয়ান্না এখন টুইটারের সবচেয়ে জনপ্রিয় নারী। সব থেকে বেশি ফলোয়ার এখন তার। এর আগে এই খেতাব ছিল কেটি পেরির। ক্যারিয়ারে দারুণ সময় কাটাচ্ছেন এই তারকা। ‘সোশ্যাল ব্লেড’-এর সূত্রে জানা গেছে, টুইটারে সবচেয়ে বেশি ফলোয়ার এখন ইলন মাস্কের। দ্বিতীয় স্থানে আছেন বারাক ওবামা, তৃতীয় স্থানে জাস্টিন বিবার। এরপরেই আছে রিয়ান্নার নাম। পঞ্চম স্থানে চলে গেছে কেটি পেরির নাম।
