Thursday, June 1, 2023
Homeবিনোদনসবসময় তোমার পাশে আছি, বিরাটকে আনুশকা

সবসময় তোমার পাশে আছি, বিরাটকে আনুশকা

Published on

সাম্প্রতিক সংবাদ

নতুন আইফোনে অপরিবর্তিত থাকবে ক্যামেরা ও ডিসপ্লে

বার্তাকক্ষ আইফোন ১৫ প্রো ম্যাক্সের উন্মোচনকে ঘিরে ব্যাপক আগ্রহ জেগেছে অ্যাপলপ্রেমীদের মধ্যে। সম্প্রতি স্মার্টফোনবিষয়ক তথ্যদাতা...

সেলফ রিপেয়ার প্রোগ্রাম চালু করছে স্যামসাং

বার্তাকক্ষ সেলফ রিপেয়ারিং প্রোগ্রামের বিষয়ে বর্তমানে অনেকেই অবগত। বিশ্বের সব দেশে সেভাবে এটি চালু না...

সাড়ে ৪৩ কোটি ডলার বিনিয়োগ চায়না টেলিকমের

বার্তাকক্ষ কোয়ান্টাম ইনফরমেশন টেকনোলজি গ্রুপ প্রতিষ্ঠায় ৩০০ কোটি ইউয়ান বা ৪৩ কোটি ৪০ লাখ ডলার...

এমএসআইয়ের নতুন ল্যাপটপ স্টেলথ ১৬ মার্সিডিজ-এএমজি

বার্তাকক্ষ জার্মানির অন্যতম গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান মার্সিডিজের সঙ্গে চুক্তি করেছে তাইওয়ানের প্রযুক্তি কোম্পানি মাইক্রো স্টার...

বার্তাকক্ষ
খেলার মাঠে বিরাটের ব্যাট না চললে দোষ গিয়ে পড়ে স্ত্রী আনুশকা ওপর। কখনো তো আবার নেটিজেনরা মেয়ে ভামিকাকে নিয়েও কটাক্ষ করেন। তবে এবার এসবের উত্তর দিলেন বিরাট। বৃহস্পতিবার তিন বছর পরে সেঞ্চুরি হাঁকালেন তিনি। টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের প্রথমবার শতরান করে সবাইকে বার্তা দিলেন, এখনো শেষ হয়ে যায়নি তার ক্যারিয়ার।আফগানিস্তানের বিরুদ্ধে ১২২ নটআউটের ইনিংসের পরে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি নিতে এসেও মেজাজেই ছিলেন তিনি। বিরাট জানান, তিনি হাফ সেঞ্চুরি করলেও তাকে ব্যর্থ হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছিল। তা দেখে খুবই হতাশ হয়েছিলেন কিং কোহলি।
কোহলির দাপটেই আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ অভিযান শেষ করলো ভারত। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে বিরাট বলেন, আমি বেশ ভালো ফর্মেই ছিলাম। কিন্তু ৫০-৬০ রান করলেও সেগুলো খারাপ ইনিংস হিসেবে ধরে নেওয়া হচ্ছিল। এই ইনিংসগুলো বোধহয় যথেষ্ট ছিল না। গোটা ব্যাপারটায় খুব অবাক হয়ে গিয়েছিলাম।অন্যদিকে, বৃহস্পতিবার ম্যাচ শেষে আনুশকা ইনস্টাগ্রামে লেখেন, তোমার সঙ্গে সবসময়, সবকিছুর মধ্যে তোমার পাশে থাকবো। ইংল্যান্ড থেকেই স্বামীকে এ বার্তা দিলেন আনুশকা।
বৃহস্পতিবার বিধ্বংসী ইনিংস খেলার পরে বিরাট আরও জানান, মাঝে কিছুদিন ক্রিকেট থেকে বিরতি নিয়ে তার খেলার যথেষ্ট উন্নতি হয়েছে। একেবারে প্রথম থেকে শুরু করেছি। বিরতির পরে আরও তরতাজা হয়ে মাঠে ফিরতে পেরেছি। এই পুরো সময়টায় টিম ম্যানেজমেন্ট আমার পাশে ছিল। আমি দলে ফিরে আসার পরেও আলাদা করে কোনো নির্দেশ দেওয়া হয়নি। নিজের মতো করে খেলার স্বাধীনতা দিয়েছিল ম্যানেজমেন্ট।
প্রায় তিন বছর ধরে সেঞ্চুরি পাননি বিরাট। এই পুরো সময়টায় প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে আমজনতা-সবাই বিরাটকে পরামর্শ দিয়েছেন। সেই প্রসঙ্গে বিরাট বলেছেন, প্রচুর পরামর্শ পেয়েছি আমি। কোথায় কী ভুল করছি, তা ধরিয়ে দিতে চেয়েছে অনেকেই। পুরোনো ব্যাটিং ভিডিও দেখে নিজের সমস্যা ঠিক করতে চেষ্টা করেছি। কিন্তু কেন বারবার আউট হয়ে যাচ্ছিলাম, সেটা কাউকে বুঝিয়ে বলতে পারবো না। তবে এই বিরতির ফলে আমার মানসিকতা অনেক পাল্টেছে। সেই কারণেই ক্রিকেটে আরও এগিয়ে যেতে পারবো বলে মনে হচ্ছে আমার।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

ব্যক্তিগত ভিডিও ফাঁস নিয়ে মুখ খুললেন তানজিন তিশা

বার্তাকক্ষ সোমবার রাতে চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে...

নতুন গানে স্বাগতা

বার্তাকক্ষ অভিনয়ের পাশাপাশি গান নিয়েও মাঝেমধ্যে দর্শক-শ্রোতাদের চমকে দেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। এবার নতুন...

সাই পল্লবীর প্রেমে

বার্তাকক্ষ ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাই পল্লবী। অভিনয় গুণে জায়গা করে নিয়েছেন কোটি ভক্তের মনে।...