বার্তাকক্ষ ,,টলিউডের আলোচিত অভিনেত্রী রুক্ষ্মিনী মৈত্র। সম্প্রতি কাজ করছেন রামকমল মুখার্জির ‘বিনোদিনী-একটি নটীর উপাখ্যান’ সিনেমায়। তবে এর মধ্যে সিনেমা সংশ্লিষ্ট সকলের সঙ্গে ঘটে গেল ভৌতিক কর্মকাণ্ড। অভিনেত্রী জানান, গত শনিবার রাতে কাজ শেষ করে বাসায় আসার পর থেকে আমার ১০৩-১০৪ পর্যন্ত জ্বর। খোঁজ নিয়ে জানলাম সিনেমা সংশ্লিষ্ট সকলেরই একই অবস্থা। মনে হচ্ছে, ভৌতিক ঘটনা।