Tuesday, September 26, 2023
Homeআইটিসম্পাদকীয় কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করবে বিড

সম্পাদকীয় কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করবে বিড

Published on

সাম্প্রতিক সংবাদ

সংখ্যালঘু কমিশন এবার বাস্তবায়ন হোক

বিভিন্ন সময় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, অবৈধভাবে ভূমি দখল ও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার...

এমারেল্ড অয়েলের সঙ্গে যমুনা এডিবল অয়েলের চুক্তি

প্রতিদিনের ডেস্ক পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ...

শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় পূর্ণতা পাচ্ছে দূর্গাপূজার প্রতিমা

নিজস্ব প্রতিবেদক আর কয়েক দিন পর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।...

‘কোনো কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়া ভালো’

প্রতিদিনের ডেস্ক ২০১০ সালে এশিয়ান গেমসে রৌপ্য পদক জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১৪ সালে আরও একবার...

বার্তাকক্ষ
জার্মানির বিড ট্যাবলয়েড সম্পাদকীয় কাজের সঙ্গে জড়িত কিছু কর্মী ছাঁটাই করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করেছে। ইউরোপীয় অঞ্চলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া পত্রিকাটি সম্প্রতি ই-মেইলের মাধ্যমে কর্মীদের এ বিষয়ে অবহিত করেছে। খবর দ্য গার্ডিয়ান।
বিডের প্রধান সম্পাদক মেরিয়ন হর্ন ও রবার্ট স্নাইডারসহ পত্রিকার চার শীর্ষ পরিচালক এ ই-মেইলটি স্বাক্ষর করেছেন। বিডের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের ব্যয় কমিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে ১০ লাখ ইউরোর একটি পৃথক ও তাৎক্ষণিকভাবে আরো ব্যয় কমানোর কর্মসূচির অংশ হিসেবে এ পদক্ষেপ।
ইউরোপের বৃহত্তম সংবাদমাধ্যমটির প্রকাশক ও মালিক অ্যাক্সেল স্প্রিঞ্জার এসই কর্মীদের এক ই-মেইলে বলেন, ‘দুর্ভাগ্যবশত’ সংবাদপত্রটি এমন সহকর্মীদের থেকে আলাদা হয়ে যাবে যাদের কাজ ডিজিটাল বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় সম্পন্ন হয়।’
জার্মানির ফ্রাঙ্কফুর্টার অলজেমাইন পত্রিকার তথ্যানুযায়ী, ই-মেইলে জানানো হয়েছে কয়েকজন সম্পাদক, মুদ্রণ কর্মী, উপ-সম্পাদক, প্রুফ রিডার এবং ফটো সম্পাদকদের ভূমিকা আজ যেমন আছে তেমন আর থাকবে না। ফেব্রুয়ারিতে সিইও ম্যাথিয়াস ডোফনারের এক বিশেষ ঘোষণার পর এ বার্তাটি প্রকাশ হয়। ওই সময়ে তিনি বলেছিলেন, ‘চ্যাটজিপিটির মতো এআই প্রযুক্তি মুক্ত সাংবাদিকতাকে আগের চেয়ে আরো উন্নত কিংবা এর প্রতিস্থাপন করতে পারে।’
ডোফনার তখনই পূর্বাভাস করেছিলেন যে তথ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে মানব সাংবাদিকদের তুলনায় এআই শিগগিরই আরো ভালো অবস্থানে পৌঁছবে। যেসব প্রকাশক সবচেয়ে ভালো কনটেন্ট তৈরি করছেন তথা তদন্তমূলক সাংবাদিকতা এবং মৌলিক ঘটনা লিখবে তারাই এখানে টিকে থাকবে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, অবশেষে এআইয়ের কারণে কতগুলো চাকরি চলে যাবে, তার কোনো হিসাব এখনো নেই। কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে ঝুঁকতে থাকা পত্রিকার তালিকায় বিডই প্রথম নয়। আরেক পত্রিকা বাজফিড এ বছর ঘোষণা করেছে, তারা এআই ব্যবহার করে উন্নত কনটেন্ট ও অনলাইন কুইজ তৈরি করবে। এদিকে যুক্তরাজ্যের ডেইলি মিরর ও ডেইলি এক্সপ্রেস এআই নিয়ে বিশ্লেষণ করছে।
মেনস জার্নাল এবং প্রযুক্তি ওয়েবসাইট সিনেটও এআই ব্যবহার করে নিবন্ধ তৈরি করেছে, যা পরে প্রতিষ্ঠানের সম্পাদনা কর্মীদের মাধ্যমে সঠিকতা যাচাই করা হয়েছে। যদিও সিনেট জানুয়ারিতে স্বীকার করেছে, প্রকল্পটির সীমাবদ্ধতা ছিল।
অর্ধেকেরও বেশি নিবন্ধ সংশোধন করতে হয়েছিল। বিড বলছে, যতটা সম্ভব জোরপূর্বক ছাঁটাই এড়ানোর চেষ্টা করা হবে। তবে আঞ্চলিক সংস্করণগুলো থেকে কর্মী সংখ্যা ১৮ থেকে কমিয়ে ১২ করা হতে পারে। এভাবে প্রায় ২০০ কর্মী কমানোর পরিকল্পনা করা হচ্ছে।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

ডিজিটাল নোম্যাড ৭৩ শতাংশ তরুণের স্বপ্নের ক্যারিয়ার (ভিডিও)

প্রতিদিনের ডেস্ক বিশ্বজুড়ে আকর্ষণীয় পেশায় পরিণত নিচ্ছে ‘ডিজিটাল নোম্যাড’। বৈশ্বিক অর্থনীতিতে এই ডিজিটাল যাযাবরদের অবদান...

বিশ্বব্যাপী সাধারণ মানুষের কণ্ঠস্বর সামাজিক মাধ্যম

প্রতিদিনের ডেস্ক বিশ্বে দিন দিন প্রযুক্তির ব্যবহার বাড়ছে। আর কমছে এনালক সিস্টেম। অনলাইন-মাল্টিমিডিয়া নির্ভরতা...

‘এলিয়েনে’র শরীর পরীক্ষা করে যা পাওয়া গেল

প্রতিদিনের ডেস্ক এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী বলে উল্লেখ করে জোড়া কঙ্কাল সামনে এনেছেন মেক্সিকোর...