নিজস্ব প্রতিবেদক
সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলার সভাপতি অধ্যাপক সুকুমার দাস মারা গেছেন। বুধবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সপ্তাহ খানেক আগে ব্লক ধরা পড়ায় তার হার্টে রিং পরানো হয়। এরপর থেকে বাসায় ছিলেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন। তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুন অর রশীদ বলেন, হার্টে রিং পরানোর পর বিশ্রাম না নেওয়ায় এক ধরনের হাইপোর শিকার হন তিনি। যশোর শহরের টিবি ক্লিনিক এলাকার বাসিন্দা ছিলেন। স্ত্রী ও এক কন্যাসন্তান রয়েছে তার। সাংস্কৃতিক পরিমণ্ডলে সুপরিচিত সুকুমার দাস দীর্ঘদিন উদীচী শিল্পীগোষ্ঠির নেতৃত্বে ছিলেন।
