Thursday, June 1, 2023
Homeশিক্ষাসরকারি চাকরি করেও ইডেন ছাত্রলীগের পদে, থাকেন হলে

সরকারি চাকরি করেও ইডেন ছাত্রলীগের পদে, থাকেন হলে

Published on

সাম্প্রতিক সংবাদ

আরও ৭০ জনের করোনা শনাক্ত

বার্তাকক্ষ দেশে হঠাৎ করে আবারও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশে গত ২৪ ঘণ্টায় ৭০ জনের...

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে সুখবর নেই বাজেটে

বার্তাকক্ষ নির্বাচনী বছরে নতুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য সরকার বাজেটে বরাদ্দ রাখবে বলে আশা ছিল...

ওয়ালিদ জামানের দুটি ছড়া

বদলে যাওয়ার সাত কাহন বদলেছি, বদলে গেছি সেটাই ছিল প্রয়োজন দিচ্ছ কেন মিছেমিছি বদলে যাওয়ার প্রহসন। চলতে গিয়ে পথ...

স্ত্রীকে নির্যাতন: ক্রিকেটার আল-আমিনের মামলার বিচার স্থগিত

বার্তাকক্ষ যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগে ক্রিকেটার আল-আমিন...

বার্তাকক্ষ
গঠনতন্ত্র অনুযায়ী সরকারি চাকরি করলে কেউ আর ছাত্রলীগের পদে থাকতে পারবেন না। তবে গঠনতন্ত্রের এসব নিয়মের তোয়াক্কা না করেই ছাত্রলীগের পদ আঁকড়ে আছেন রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জেবুন নাহার শিলা।
এমনকি ছাত্রত্ব শেষ হলেও কলেজ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে থাকছেন আবাসিক হলে। কলেজের আয়েশা সিদ্দিকা হলের ৩০১ নম্বর কক্ষে থেকে রাজনীতিতেও সক্রিয়। আগামীতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বলেও জানা গেছে।
সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকার বিষয়ে অনুসন্ধান করে । অনুসন্ধানে তথ্যের সত্যতা মিলেছে।
ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জেবুন নাহার শিলার বাড়ি টাঙ্গাইলে। ২০২৩ সালে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়োগ পাওয়া শিক্ষকদের তালিকা হাতে এসেছে। ওই তালিকায় দেখা যায়, তালিকার ১৩তম স্থানে রয়েছে জেবুন নাহার শিলার নাম। তার যোগদানকৃত বিদ্যালয়ের নাম পশ্চিম কালিদাস পানাউল্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত ২৪ জানুয়ারি জেবুন নাহার শিলা ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন বলে বিদ্যালয় সূত্র নিশ্চিত করেছে।
তবে অভিযোগ উঠেছে, বিদ্যালয়ে যোগদান করলেও ছাত্রলীগের প্রভাব খাটিয়ে নিয়মিত ক্লাসে যান না জেবুন নাহার শিলা। অধিকাংশ সময় থাকেন ইডেন মহিলা কলেজের হলে। তার পরিবর্তে ওই বিদ্যালয়ে ক্লাস নিতে মাসিক আট হাজার টাকা বেতনে একজনকে প্রক্সি হিসেবে রেখেছেন শিলা।
পশ্চিম কালিদাস পানাউল্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন চন্দ্র সরকার বলেন, ‘এবছর একজন শিক্ষক আমাদের স্কুলে যোগদান করেছেন। জেবুন নাহার শিলা নামে ওই শিক্ষক গত ২৪ জানুযারি যোগদান করেন
শিলা নিয়মিত স্কুলে উপস্থিত থেকে শিক্ষা কার্যক্রমে অংশ নেন কি না এমন প্রশ্নে ধীরেন চন্দ্র সরকার বলেন, ‘নেন, তবে ছুটিতে থাকেন…. (অস্পষ্ট)’। পরে ফোনকল কেটে দেন। এসব বিষয়ে জানতে প্রধান শিক্ষক ধীরেন চন্দ্র সরকারের মুঠোফোনে আরও কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক ইডেন কলেজ ছাত্রলীগের একাধিক নেত্রী বলেন, জেবুন নাহার শিলা কলেজ শাখা ছাত্রলীগের সবচেয়ে ‘সিনিয়র পারসন’। তার ছাত্রত্ব আরও আগেই শেষ হয়েছে। এমনকি তিনি সরকারি চাকরিও পেয়েছেন। এরপরও এখনো হলে সিট দখল করে রেখেছেন। এসব কর্মকাণ্ড ছাত্রলীগের জন্যও বিব্রতকর।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেবুন নাহার শিলা বলেন, ‘আমি প্রাইমারিতে লিখিত-ভাইভা দিয়েছি। এর মানে এই নয় যে আমার চাকরি হয়ে গেছে।’
পরে এই প্রতিবেদক জানান চাকরিতে যোগদানের বিষয়টি কাগজপত্রে উল্লেখ আছে। এরপর শিলা বলেন, ‘প্রাইমারিতে চাকরি হওয়ার পর আমি চাকরিটা কন্টিনিউ করছি কি না, রিজাইন দিয়েছি কি না- সেটিও কিন্তু আপনার যাচাই করে দেখা উচিত….।’
‘আমি চাকরি করবো না, ছাত্রলীগই করবো’- বলে মোবাইল ফোনের সংযোগ কেটে দেন ছাত্রলীগের এই নেত্রী।
ছাত্রত্ব না থাকার পরও হলে থাকার বিষয়ে জানতে চাইলে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমরা এ বিষয়ে খোঁজ নেবো।’
সরকারি চাকরি করার পরও ছাত্রলীগের পদে থাকার বিষয়ে জানতে চাইলে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা বলেন, ‘বিষয়টি আমরা দেখবো।’ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা বলেন, ‘আমিও কয়েকদিন ধরে বিষয়টি শুনছি। আগামীতে আমাদের পূর্ণাঙ্গ কমিটি হবে, তখন কেন্দ্রীয় ছাত্রলীগকে সুপারিশ করবো যেন তাকে অব্যাহতি দিয়ে ওই পদে অন্য কাউকে আনা হয়।’
এসব বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘সরকারি চাকরি করে কেউ ছাত্রলীগের পদে থাকতে পারে না। ইডেন কলেজ ছাত্রলীগের এই বিষয়ে আমি অবগত নই। আপনার কাছে প্রথম শুনলাম। শিলা যদি সরকারি চাকরি পেয়ে থাকেন, তাহলে তার পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়েছে। আমি তার সঙ্গে কথা বলে বিষয়টি তাকে অবগত করবো।’

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে সুখবর নেই বাজেটে

বার্তাকক্ষ নির্বাচনী বছরে নতুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য সরকার বাজেটে বরাদ্দ রাখবে বলে আশা ছিল...

এনভোফ্রেম আইডিয়া প্রতিযোগিতায় সেরা তিন বিজয়ী

বার্তাকক্ষ পরিবেশ রক্ষার জন্য সংরক্ষণ, পুনর্ব্যবহার এবং পুনঃস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন করেছেন পররাষ্ট্র...

স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী

বার্তাকক্ষ ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা...