বার্তাকক্ষ
অডিওনির্ভর সাংবাদিকতার জন্য পডকাস্টে ঝুঁকছে যুক্তরাষ্ট্রের অন্যতম গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। সম্প্রতি এনওয়াইটি অডিও অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে আউটলেটটি। খবর এনগ্যাজেট।
প্রাথমিক পর্যায়ে শুধু আইওএস প্লাটফর্মের ব্যবহারকারীরা অ্যাপটি ডাউনলোড করতে পারবে। সফটওয়্যারটিতে গ্রে লেডির অডিও জার্নালিজম কনটেন্ট, অ্যাথলেটিক ও সিরিয়াল প্রডাকশনের পডকাস্ট সংগ্রহও রয়েছে। ২০২১ সালে নিউইয়র্ক টাইমস প্রথম অ্যাপটির প্রিভিউ প্রকাশ করে। সে সময় স্পটিফাই ও অ্যাপলের পডকাস্টের বাইরে সাংবাদিকতা চর্চার আরো উন্মুক্ত মাধ্যমে হিসেবে এটির প্রচার চালায় গণমাধ্যমটি।
নিউইয়র্ক টাইমসের ডেপুটি ম্যানেজিং এডিটর স্যাম ডলনিক এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘নিউজরুম থেকে বিভিন্ন বিষয়ের অডিও স্টোরি প্রকাশের যে চাহিদা বা আকাঙ্ক্ষা ছিল সেগুলো প্রকাশের অন্যতম একটি মাধ্যম এটি।’
পডকাস্ট ক্যাটালগের পাশাপাশি এনওয়াইট অডিওতে নতুন কনটেন্টও প্রকাশ করা হবে। সেখানে ছোট অডিও সেশনও থাকবে। যেখানে নিউইয়র্ক টাইমসের সাংবাদিকরা সম্প্রতি প্রকাশিত কোনো প্রতিবেদন তৈরিতে কীভাবে কাজ করেছে সে বিষয়ে জানাবে। অ্যাপটি ব্যবহারের জন্য ডিজিটাল নিউজ বা অল অ্যাকসেস সাবস্ক্রিপশন সুবিধা থাকতে হবে।
কভিড-১৯ মহামারীর সময় অনেক কোম্পানি পডকাস্টের মাধ্যমে বাজার বিস্তারে ব্যাপক উদ্যোগ নিয়েছিল। এসব প্রতিষ্ঠান বর্তমানে বিনিয়োগ কমিয়ে দিচ্ছে। ঠিক সে সময় নিউইয়র্ক টাইমসের অডিও অ্যাপ প্রকাশের ঘোষণা দিল। বাজার বিশ্লেষকদের ধারণা, এর মাধ্যমে সাংবাদিকতা খাতের পাশাপাশি পডকাস্ট বাজারেও নতুন এ অ্যাপ উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে পারবে।
