বার্তাকক্ষ
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ এলাকা থেকে অন্তত ২২৭ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার স্পেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এর এক দিন আগে একই এলাকায় নৌকা ডুবে ৩০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছিল। নৌকাটিতে ৬০ জন অভিবাসী ছিল বলে জানিয়েছে ওয়াকিং বর্ডার ও অ্যালার্ম ফোন নামের দুটি দাতব্য সংস্থা। জরুরী পরিষেবাগুলো জানিয়েছে, অভিবাসীরা আটলান্টিকের ল্যানজারোট এবং গ্রান ক্যানারিয়া দ্বীপের কাছে প্ল্যাস্টিকের ফোলানো নৌকায় ভ্রমণ করছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিবাসন কেন্দ্রিক সংস্থাগুলো জানিয়েছে, আরেকটি নৌকায় ৫৯ জন অভিবাসী ছিল। তাদেরকে উদ্ধার করা হয়েছে। ক্যানারি দ্বীপপুঞ্জের কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, বুধবার রাতে জরুরি পরিষেবা সংস্থা দুটি নৌকা থেকে ১১৪ অভিবাসীকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ডরা আরেকটি নৌকা দেখতে পান এবং ৫৪ জনকে উদ্ধার করে ল্যানজারোট নিয়ে যাওয়া হয়।
