আব্দুল আলিম, সাতক্ষীরা
সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক ও আরোহী সহ দুই যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা- আশাশুনি সড়কের ব্রহ্মরাজপুর কালেরডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত দুই যুবক হলো, সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা গ্রামের শেখপাড়ার আরেফিন শেখের ছেলে ময়েজ হোসেন (২২) এবং খুলনার রায়ের মহল এলাকার নাফিজউদ্দীনের ছেলে মহিন হোসেন (২৩)। সম্পর্কে তারা আপন মামাতো ফুফাতো ভাই বলে স্থানীয়রা জানান। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দুই যুবক একটি মোটরসাইকেলে বেপরোয়া গতিতে সাতক্ষীরা শহরের দিক থেকে ব্রহ্মরাজপুর বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলা বারোটার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা -আশাশুনি সড়কের ব্রহ্মরাজপুর কালেরডাঙ্গা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
