সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচ থেকে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী ম-লের মরদেহ উদ্ধারের প্রকৃত ঘটনা তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের মানুষের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়। সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক আম্মেদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা বি এম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি প্রমুখ। বক্তারা বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মত প্রতিষ্ঠানে মাসের পর মাস লিফট নষ্ট থাকলেও কর্তৃপক্ষ নীরব থাকার কারণ কি ? লিফট তদারকিতে যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী ম-লের মরদেহ উদ্ধারের প্রকৃত ঘটনা তদন্তসহ এ ঘটনায় জড়িতদের বিচারের জোর দাবি জানান।
সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর মৃত্যুর প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি
Published on