সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা ঈদের ছুটিতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় চালক ও আরোহীসহ ৪৮ জন আহত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩০ জন সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে ও ১৮ জন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে কমপক্ষে ২০ জন হাসপাতালে ভর্তি রয়েছে।
পুলিশ সূত্র জানায়, ঈদের ছুটিতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো বন্ধে সাতক্ষীরা জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শহরের মেডিকেল কলেজ হাসপাতাল মোড়, মণ্টু সাহেবের বাগানবাড়ি মোড়, লাবসা ও বিনেরপোতা সহ চারটি পয়েন্টে চেক পোস্ট বসানো হয়। এরপরও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪৮ জনের মত আহত হয়েছে। এ সময় জেলা পুলিশের কর্তব্য সদস্যরা পঞ্চাশের অধিক মোটরসাইকেল আটক করে। সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত ও চিকিৎসক মেডিকেল অফিসার স্মৃতিভা দাস জানান, ঈদের নামাজের পর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আহত ৩০ জনকে জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। অপরদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শনিবার দিনভার মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ১৮ জনকে জরুরী বিভাগ থেকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে।
সাতক্ষীরা ট্রাফিক পুলিশের প্রশাসনিক কর্মকর্তা (টিআই) শ্যামল চৌধুরী জানান, ঈদের ছুটিতে সাধারণত যুবক শ্রেণির ছেলেরা সাতক্ষীরা শহর বাইপাস সড়ক সহ বিভিন্ন সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে থাকে। হলে সড়ক দুর্ঘটনা রোধে সকাল থেকে সাতক্ষীরা শহরের চারটি পয়েন্টে ট্রাফিক পুলিশের চেকপোস্ট বসানো হয়। এরপরও বিভিন্ন জায়গায় একাধিক দুর্ঘটনার ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এ সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অভিযোগে বাইপাস সড়কসহ বিভিন্ন পয়েন্ট থেকে পঞ্চাশের অধিক মোটরসাইকেল আটক করা হয়েছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সাতক্ষীরা ট্রাফিক পুলিশের এ ধরনের কার্যক্রম আরো বেশ কয়েকদিন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
