Sunday, December 3, 2023
Homeলিড নিউজসাতক্ষীরা উপকূলে রোদ-বৃষ্টির খেলা, ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে আতঙ্ক!

সাতক্ষীরা উপকূলে রোদ-বৃষ্টির খেলা, ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে আতঙ্ক!

Published on

সাম্প্রতিক সংবাদ

গৌরবদীপ্ত বিজয়ের মাস

জিনিয়া রাজিন আজ ডিসেম্বরের ৩ তারিখ। একাত্তরের এই দিনে একদিকে যেমন বাংলার বুকে এগিয়ে চলছিল...

ভোটের আগে ও পরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন

জাতীয় সংসদ নির্বাচন সামনে এলেই ভয়-আতঙ্কে ভুগতে থাকে সংখ্যালঘু সম্প্রদায়। এ ভয়ভীতি, উদ্বেগ-উৎকণ্ঠা মোটেই...

শরিকদের বেকায়দায় ফেলে এগোচ্ছে আওয়ামী লীগ!

প্রতিদিনের ডেস্ক বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নিয়েছিল আওয়ামী লীগের...

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ: দুই মোটরসাইকেল আরোহী আহত

প্রতিদিনের ডেস্ক রাজধানীর ফার্মগেটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জন আহত হয়েছেন।...

আলমগীর হায়দার/উৎপল মণ্ডল, শ্যামনগর
ঘূর্ণিঝড়ের কথা শুনলেই গাবুরার মানুষ আঁৎকে ওঠেন। কারণ নদীর পানি বাড়লেই বাঁধ ভেঙে প্লাবনের শঙ্কা তৈরি হয়। এই মুহূর্তে গাবুরা ইউনিয়নের গাবুরা-২, গাবুরা-৩ ও লেবুবুনিয়া পয়েন্টে বেড়িবাঁধ বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
এছাড়া পাঁচটি পয়েন্টে বাঁধ নির্মাণে মেগা প্রকল্পের কাজ চলছে। ঘূর্ণিঝড় হামুনের তেমন প্রভাব এখানে পড়বে না, তবে জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে বলে আবহাওয়া বার্তায় জানানো হয়েছে। এখানে সকাল থেকে কখনো বৃষ্টি, কখনো রোদের দেখা মিলছে। কখনো আকাশ গুমোট হয়ে থাকছে। সব সাইক্লোন শেল্টার খুলে রাখা হয়েছে। ঘূর্ণিঝড় হামুনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম এভাবেই তার এলাকার পরিস্থিতি তুলে ধরেন। শুধু গাবুরা ইউনিয়ন নয়, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, পদ্মপুকুর, কৈখালী, গোলাখালীসহ পার্শ্ববর্তী অনেক এলাকার বেড়িবাঁধের অবস্থা খুবই নাজুক। এছাড়া আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা, আনুলিয়া ও আশাশুনি সদরের বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার কপোতাক্ষ, খোলপেটুয়া ও চুনা নদীতে জোয়ারের পানি বাড়তে শুরু করেছে। এতে করে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার আতঙ্কে রয়েছেন উপকূলবাসী।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন জানান, ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় উপজেলার ১৬৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছ। এছাড়া পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার মজুদ রাখা রয়েছে। জানমালের নিরাপত্তার জন্য দুই হাজার ৮শ সিপিপি সদস্য ও দুই হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের শ্যামনগরে কর্মরত এসডিও জাকির হোসেন জানান, শ্যামনগরে ৩৬০ কিলোমিটারের মতো বেড়িবাঁধ আছে। এর মধ্যে ৫টি পয়েন্ট বেশ ঝুঁকিপূর্ণ। এছাড়া বেশ কিছু এলাকায় ঝুঁকিপূর্ণ পয়েন্টে কাজ চলছে। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমান বলেন, পাউবো-২ এর আওতাধীন বেড়িবাঁধগুলোর ভেতরে ২৯৩ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। তবে, আমরা পর্যাপ্ত জিও ব্যাগ মজুদ করে রেখেছি। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন জানান, পাউবো-১ এর আওতায় ৩৮০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে তিন কিলোমিটার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে, বড় ধরনের দুর্যোগ না এলে বাঁধ ভাঙার সম্ভাবনা নেই। এদিকে, সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, সাতক্ষীরা উপকূলে ঘূর্ণিঝড় হামুন সরাসরি আঘাত হানার সম্ভাবনা কম। তবে এর প্রভাবে উপকূলীয় এলাকায় ৩-৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিকে, ঘূর্ণিঝড় হামুনের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় জরুরি সভা করেছে সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক হুমায়ুন কবীরের সভাপতিত্বে সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক হুমায়ুন কবীর জানান, সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর ও আশাশুনির তিন শতাধিক সাইক্লোন শেল্টার ও পাঁচ হাজারের বেশি সিপিপি সদস্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস, পাউবো, স্বাস্থ্য বিভাগসহ কুইক রেসপন্স রিলেটেড দপ্তরগুলো সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। পর্যাপ্ত শুকনা খাবার মজুদ রয়েছে। ঘূর্ণিঝড় হামুনের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

গৌরবদীপ্ত বিজয়ের মাস

জিনিয়া রাজিন আজ ডিসেম্বরের ৩ তারিখ। একাত্তরের এই দিনে একদিকে যেমন বাংলার বুকে এগিয়ে চলছিল...

শরিকদের বেকায়দায় ফেলে এগোচ্ছে আওয়ামী লীগ!

প্রতিদিনের ডেস্ক বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নিয়েছিল আওয়ামী লীগের...

শাহীন চাকলাদারকে বিজয়ী করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আবু হুরাইরা রাসেল, কেশবপুর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যশোর-৬ (কেশবপুর)আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী...