Thursday, September 28, 2023
Homeখেলাসাফ চ্যাম্পিয়নশিপ রোববার মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ‘ফাইনাল’

সাফ চ্যাম্পিয়নশিপ রোববার মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ‘ফাইনাল’

Published on

সাম্প্রতিক সংবাদ

একাদশে ভর্তিতে বাড়তি ফি নেয়া বন্ধ

রাজধানীসহ দেশের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সময় বাড়তি ফি আদায়ের নৈরাজ্য দেখা যায়।...

ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

মো. মহিউদ্দীন, ঝিনাইদহ “তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক...

বটিয়াঘাটায় দুষ্কৃতিকারী কর্তৃক আমন ধানের ফসল নষ্ট

বটিয়াঘাটা প্রতিনিধি বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গজালিয়া মৌজায় কৃষকের জমিতে অনধিকার প্রবেশ করে প্রায় ৪বিঘা...

শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে সরকার বদ্ধ পরিকর : এমপি রণজিৎ

শান্ত দেবনাথ, বাঘারপাড়া যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের...

বার্তাকক্ষ
সরল সমীকরণ। জিতলে টিকে থাকবে, হারলে একপ্রকার বিদায়। এমন হিসাব মাথায় রেখেই রোববার সাফ চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
লেবাননের কাছে ম্যাচ হেরে সাফ শুরু করেছে বাংলাদেশ। ভুটানকে হারিয়ে শুরু করেছে মালদ্বীপ। দুই সাবেক চ্যাম্পিয়নের লড়াই শুরুর আগে দ্বীপ দেশটিই থাকছে সুবিধাজনক অবস্থানে। এক পয়েন্ট পেলেও মালদ্বীপের জন্য সুবিধার। সেখানে বাংলাদেশের প্রয়োজন পূর্ণ ৩ পয়েন্ট।
গ্রুপে লেবানন থাকায় অনেকেই সেমিফাইনালের এক দল হিসেবে ধরে রেখেছেন মধ্যপ্রাচ্যের দেশটিকে। অন্য দল কোনটি-বাংলাদেশ, মালদ্বীপ নাকি ভুটান? সেটাই এখন দেখার।ফুটবলে অগ্রীম সমীকরণের সুযোগ নেই। একটি ম্যাচের ফলই গ্রুপের হিসেব-নিকেশ বদলে দিতে পারে। ম্যাচ জিতে যেমন নিশ্চিন্তে নেই লেবানন-মালদ্বীপ, তেমন হেরে শুরু করেও টুর্নামেন্টকে বিদায় বলছে না বাংলাদেশ-ভুটান। তবে এটা ঠিক-এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার হিসেবটা রোববারই অনেকটা নির্ধারণ হয়ে যাবে।বাংলাদেশ যদি এ ম্যাচ জেতে তাহলে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ভালোভাবেই টিকে থাকবে। মালদ্বীপ জিতলে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে।
আর বাংলাদেশ যদি হেরে যায় এবং রাতের ম্যাচে লেবানন জেতে ভুটানের বিপক্ষে তাহলে গ্রুপের হিসেব চূড়ান্ত হয়ে যাবে। বাংলাদেশ ও ভুটানকে বিদায় করে দিয়ে শেষ করে জায়গা করে নেবে লেবানন ও মালদ্বীপ।
বাংলাদেশ যদি হেরে যায়, তাহলে রাতের ম্যাচে লেবানন হারলে কিঞ্চিত একটা সম্ভাবনা টিকে থাকবে কাগজ-কলমে। তবে বাস্তবে সে সমীকরণ মেলার সম্ভাবনা খুবই কম। মালদ্বীপের বিপক্ষে ম্যাচ ড্র হলে শেষ ম্যাচে ভুটানকে হারালে বাংলাদেশের সম্ভাবনা টিকে থাকবে।
বাংলাদেশ অবশ্য অন্য কোনো হিসেবে মাথায় রাখছে না। লেবাননের কাছে হারের ম্যাচটি ভুলে গিয়ে দলের কোচ-খেলোয়াড়দের মাথায় এখন মালদ্বীপের ম্যাচ।
টুর্নামেন্টে বাংলাদেশের ভাগ্যে কি আছে, তা নির্ধারণ করে দেবে এই ম্যাচ। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, অধিনায়ক জামাল ভূঁইয়া, সিনিয়র খেলোয়াড় তপু বর্মন ও সোহেল রানা সবাই বলেছেন মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি ‘ফাইনাল’।
এই ‘ফাইনাল’ জিততে তারা মরিয়া। লেবাননের বিপক্ষে ম্যাচ হারলেও ইতিবাচক অনেক কিছু ছিল। সেই ইতিবাচক বিষয়গুলো মাথায় রেখেই মালদ্বীপের বিপক্ষে খেলতে নামবেন তারা। সেখানে একটাই লক্ষ্য জয়। হাতে দুই ম্যাচ। সেমিফাইনালে ওঠার জন্য যথেষ্ট। বাংলাদেশ সেটাই কাজে লাগাতে চাইবে।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

দলগত র‌্যাঙ্কিংয়ের ইতিহাস এবার ভারত, পাকিস্তানের পক্ষে

প্রতিদিনের ডেস্ক ওয়ানডেতে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স তাদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে গেছে। মাত্র দুটি রেটিং...

`বিতর্ক` পেছনে রেখে ফুরফুর মেজাজে বিশ্বকাপে বাংলাদেশ

প্রতিদিনের ডেস্ক 'কথা হবেই। কেউ বাদ পড়বে, কেউ ঢুকবে। এটা আমাদের সময় হয়েছে। সবসময়ই...

এক ম্যাচে বিশ্ব রেকর্ডের ছড়াছড়ি

প্রতিদিনের ডেস্ক একেই বলে ‘ঝোপ বুঝে কোপ মারা’। দূর্বল প্রতিপক্ষ পেয়ে কড়া শাসন করা। রান...