সিদ্দিকবাজার বিস্ফোরণ: আজও খুলছে না সড়ক

0
10

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ভবনের সামনের রাস্তা আজ বৃহস্পতিবারও বন্ধ থাকবে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৮ মার্চ) রাতে রাজউক ও বুয়েটের সম্মিলিত বিশেষজ্ঞ দল পরিদর্শন শেষে ভবনটিকে ‘খুবই ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেন। এই অবস্থায় রাস্তা খুলে দিয়ে বড় কোনও দুর্ঘটনার শিকার যেন না হতে হয় সেজন্য রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বার্তাকক্ষ ,,বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ১২টার দিকে ডিএমপি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মিলি এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজউক, সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস থেকে নির্দেশনা না পাওয়া যাচ্ছে, ততক্ষণ রাস্তা বন্ধ থাকবে। রাস্তার পাশেই ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এ অবস্থায় আর ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
এই রাস্তায় চলাচলকারীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পুলিশ।
উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক।