নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলার কুমগ্রাম বাজারে দোকানে লাগা আগুন নেভাতে গিয়ে জগো প্রামাণিক নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় দগ্ধ হয়েছেন আরও তিন জন।বুধবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে।
জগো প্রামানিখ (৩৫) কুমগ্রামের মসুরাপাড়া এলাকার সুরেশ প্রামাণিকের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ জানান, রাত সাড়ে ১০টার দিকে কুমগ্রাম বাজারে হাবিবুবর রহমানের তালাবদ্ধ দোকানে আগুন লাগে। এ সময় দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন বাজারের আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সঙ্গে ওই আগুন নেভাতে গিয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হন আরও তিন জন।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, অগ্নিদগ্ধ তিন জনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান,আহতদের মধ্যে একজনের বুকে ওই বিস্ফোরিত সিলিন্ডারের কিছু একটা বিঁধে ছিল। অপরজনের চোয়ালের মাংস কিছুটা উড়ে গেছে। ওই দুইজনের একজনকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অপরজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
সিংড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুস সালাম জানান, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।