Friday, June 9, 2023
Homeঅর্থনীতিসূচকের বড় উত্থান, হাজার কোটি টাকার নিচে নেমেছে লেনদেন

সূচকের বড় উত্থান, হাজার কোটি টাকার নিচে নেমেছে লেনদেন

Published on

সাম্প্রতিক সংবাদ

অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ দুঃখজনক

আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকরা দিন দিন তৎপর হয়ে উঠছেন। গতকাল ভোরের কাগজের...

সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

বার্তাকক্ষ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর...

ইউক্রেনে সেনা পাঠাতে পারে জোট মিত্ররা: ন্যাটোর সাবেক মহাসচিব

বার্তাকক্ষ আসন্ন সম্মেলনে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারলে ন্যাটো জোটের কয়েকটি মিত্র দেশ কিয়েভকে...

জাপোরিজ্জিয়াতে রুশ অবস্থানে ‘সর্বাত্মক আক্রমণ’ শুরু করেছে ইউক্রেন?

বার্তাকক্ষ রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে ইউক্রেনের সেনাবাহিনী বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে। সোশ্যাল মিডিয়া...

বার্তাকক্ষ
পতন থেকে বেরিয়ে বুধবার দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। তবে লেনদেনের গতি কমে গেছে। এতে দুই মাসের মধ্যে শেয়ারবাজারে সর্বনিম্ন লেনদেন হয়েছে।এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকয়টি মূল্যসূচক বেড়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। তবে লেনদেন কমে হাজার কোটি টাকার নিচে নেমে গেছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে তার থেকে বেশি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। এতে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। অবশ্য এ বাজারটিতেও লেনদেন আশঙ্কাজনক হারে কমে গেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দাম কমার তুলনায় দাম বাড়ার তালিকায় অধিক সংখ্যক প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে। তবে এদিনও আগের দিনের মতো দাম অপরিবর্তিত থাকা প্রতিষ্ঠানের সংখ্যাই বেশি।বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে লেনদেন শুরু হয়। এতে শেয়ারবাজার খুলতেই ডিএসইর প্রধান সূচক প্রায় ৩০ পয়েন্ট বেড়ে যায়।মাঝে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমলেও লেনদেনের শেষদিকে দরপতন থেকে বেরিয়ে বেশকিছু প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় স্থান করে নেয়। এতে সূচকের বড় উত্থান দিয়েই দিনের লেনদেন শেষ হয়।দিনের লেনদেন শেষে ডিএসইতে ১৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৩২টির। আর ১৯৭টির দাম অপরবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫০০ পয়েন্টে দাঁড়িয়েছে।অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে দুই হাজার ৩১৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৪২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।সবকয়টি মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমে দুই মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় চলে গেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৯৯৪ কোটি ১১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় এক হাজার ১০ কোটি ৩৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৬ কোটি ২৪ লাখ টাকা। লেনদেন শুধু আগের দিনের তুলনায় কমেনি, চলতি বছরের ১৪ আগস্টের পর এই প্রথম হাজার কোটি টাকার কম লেনদেন হলো।ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির ৮৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৮৩ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস।এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, লাফার্জহোলসিম বাংলাদেশ, সি পার্ল বিচ রিসোর্ট, ওরিয়ন ইনফিউশন এবং পেপার প্রসেসিং।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১১০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১২ কোটি ৭২ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৮টির এবং ১০৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

চারদিনে ৫ লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি

বার্তাকক্ষ দাম নিয়ন্ত্রণে সরকার বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চারদিনে ৫ লাখ ৪ হাজার মেট্রিক টন পেঁয়াজ...

ভালো নেই আর্থিক খাত

বার্তাকক্ষ আমানত, তারল্য, মুনাফা, নিয়ে দীর্ঘদিন ধরেই সংকটের মধ্যে রয়েছে দেশের অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি...

ব্যাংক কোম্পানি আইন সংশোধনে সংসদে বিল

বার্তাকক্ষ ব্যাংকের পরিচালক বা নির্বাহী কর্মকর্তাদের অনিয়মে আর্থিক ক্ষতি পূরণে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা...