Thursday, September 28, 2023
Homeরাজনীতিসেন্টমার্টিন দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চান না: এমপি মৃণাল

সেন্টমার্টিন দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চান না: এমপি মৃণাল

Published on

সাম্প্রতিক সংবাদ

একাদশে ভর্তিতে বাড়তি ফি নেয়া বন্ধ

রাজধানীসহ দেশের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সময় বাড়তি ফি আদায়ের নৈরাজ্য দেখা যায়।...

ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

মো. মহিউদ্দীন, ঝিনাইদহ “তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক...

বটিয়াঘাটায় দুষ্কৃতিকারী কর্তৃক আমন ধানের ফসল নষ্ট

বটিয়াঘাটা প্রতিনিধি বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গজালিয়া মৌজায় কৃষকের জমিতে অনধিকার প্রবেশ করে প্রায় ৪বিঘা...

শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে সরকার বদ্ধ পরিকর : এমপি রণজিৎ

শান্ত দেবনাথ, বাঘারপাড়া যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের...

বার্তাকক্ষ
আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের ন্যূনতম স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় টিকে থাকার কোনো ধরনের ইচ্ছা পোষণ করেন না। শেখ হাসিনার সাহসী পদক্ষেপেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত হয়েছে।
তিনি বলেন, সেন্টমার্টিন দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চান না। ২০০১ সালে দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে, দেশের সম্পদ বিক্রি করে তিনি ক্ষমতায় যেতে চাননি। কিন্তু তখন গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে বিএনপিই ক্ষমতায় গিয়েছিল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের দেওয়া বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার (২৫ জুন) দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মৃণাল কান্তি দাস বলেন, সুবিধাবাদী গোষ্ঠীর সমন্বয়ে বিএনপি দলটি সৃষ্টি করেছিলেন জিয়াউর রহমান। বিএনপি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধবিরোধী অপরাজনীতি, গণতন্ত্রবিরোধী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।
বিবৃতিতে তিনি গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যকে মিথ্যাচার বলে দাবি করে বলেন, অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী জিয়াউর রহমান একাত্তরের যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধী অপশক্তি এবং বিভিন্ন দেশের এজেন্ট, দালাল ও সুবিধাবাদী গোষ্ঠীর সমন্বয়ে বিএনপি নামক দলটি সৃষ্টি করেছিল। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সম্পর্কে লাগাতার মিথ্যাচার, অপপ্রচার ও ষড়যন্ত্রই হলো এ দেশের গণতন্ত্র বিকাশের প্রধান অন্তরায়। বিএনপি ও গণতন্ত্র কখনো একসঙ্গে অবস্থান করতে পারে না। গণতান্ত্রিক আদর্শ ও বিএনপি সম্পূর্ণ বিপরীত দুটি সত্ত্বা।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র শেখ হাসিনার হাতেই নিরাপদ। আন্তর্জাতিক আদালতে মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মধ্যদিয়ে বঙ্গপোসাগরে বাংলাদেশের স্বার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে। একইভাবে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে স্থল সীমানা জটিলতা নিরসনের মধ্যদিয়েও বাংলাদেশের স্বার্বভৌমত্ব সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে।
মৃণাল কান্তি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বেই দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে স্বৈরশাসনের অবসান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বাঙালি জাতির ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের ভিত্তিতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ নির্মাণ শেখ হাসিনার রাজনীতির একমাত্র লক্ষ্য। বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ঐক্যবদ্ধ। কোনো ষড়যন্ত্রই জনগণের এ সংগ্রামকে ব্যাহত করতে পারবে না।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : শাহীন চাকলাদার এমপি

আবু হুরাইরা রাসেল, কেশবপুর যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ...

বিএনপির পাল্টা কর্মসূচি ঘোষণা আ.লীগের

প্রতিদিনের ডেস্ক॥ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর...

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

প্রতিদিনের ডেস্ক॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও...