বার্তাকক্ষ
ঈদের খুশিকে সবার সঙ্গে ভাগ করে নিতে সেলেক্সট্রায় শুরু হয়েছে ঈদ উৎসব। এই উপলক্ষে ফাস্ট্র্যাক, ডিজোর একটি করে পণ্যে থাকছে গিফট। আর এক্সট্রা ও হাইফিউচার নিয়ে এসেছে নতুন কয়েকটি পণ্য।সেলেক্সট্রা লিমিটেডের ই-কমার্স প্ল্যাটফর্ম সেলেক্সট্রা শপে বা অফলাইন উভয় প্লাটফর্মেই ঈদ উৎসব চলছে।
ঈদ উৎসবে ডিজো ওয়্যারলেস অ্যাকটিভের সঙ্গে উপহার হিসেবে রয়েছে একটি টি-শার্ট। তিনটি ডিজাইনের টি-শার্ট থেকে ক্রেতারা পাবেন যেকোনো একটি।
ডিজো ওয়্যারলেস অ্যাকটিভে রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন। ১০ মিনিটের চার্জে ডিভাইসটি টানা ৩ ঘণ্টা পর্যন্ত চলবে। এর মোট প্লেব্যাক টাইম ২৩ ঘণ্টা। এছাড়া এতে ১১ দশমিক ২ মিলিমিটারের ডায়নামিক বুস্ট ড্রাইভার রয়েছে। তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এই ওয়্যারলেস নেকব্যান্ডটি।
ফাস্ট্র্যাকের রিফ্লেক্স টিউনস এফবি১ এর সঙ্গে উপহার হিসেবে রয়েছে একটি পাঞ্জাবি।
মাত্র ২৪ গ্রামের হালকা নেকব্যান্ডটিতে রয়েছে আইপিএক্স৪ সোয়েট প্রুফ। প্লেব্যাক টাইম ৮ ঘণ্টা। সাদা, কালো ও লাল তিনটি রঙে ওয়্যারেবলটি পাওয়া যাচ্ছে। এছাড়া এক্সট্রা সম্পূর্ণ নতুন একটি ব্লুটুথ ওয়্যারলেস হেডফোন এনেছে। হেডফোনটিতে রয়েছে আইপিএক্স৪ ওয়াটার প্রুফ সিস্টেম। এর প্লেব্যাক টাইম ৪/৫ ঘণ্টা। রয়েছে ১০ মিলিমিটারের বেজ বুস্ট ড্রাইভার ও স্মার্ট ভয়েস কন্ট্রোল।
হাইফিউচারের তিনটি পণ্যও রয়েছে। পণ্য তিনটি হলো মিনি স্পিকার, ওভারএয়ার হেডফোন ও সাউন্ডবার।
সবগুলো পণ্যেই রয়েছে ছয় মাসের ওয়ারেন্টি। এছাড়া অনলাইন থেকে কিনলে প্রতিটি পণ্যে থাকছে নগদের পক্ষ থেকে ১০ শতাংশ (১ হাজার ৫০০ টাকা পর্যন্ত) ডিসকাউন্ট।
