Saturday, September 23, 2023
Homeশিক্ষাস্কুল যমুনাগর্ভে, আড়াই শতাধিক শিক্ষার্থীর পাঠদান অনিশ্চিত

স্কুল যমুনাগর্ভে, আড়াই শতাধিক শিক্ষার্থীর পাঠদান অনিশ্চিত

Published on

সাম্প্রতিক সংবাদ

১৮ অক্টোবর ঢাকায় আসবেন কিংবদন্তি রোনালদিনহো

প্রতিদিনের ডেস্ক জুলাইয়ে ঢাকা সফর করে গেছেন এমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপ মাতানো এই আর্জেন্টাইন গোলরক্ষক...

দুর্দান্ত রোনালদো, ৭ গোলের ম্যাচে জয় আল নাসরের

প্রতিদিনের ডেস্ক লিগের শুরুর দিকে কিছুটা অনুজ্জ্বল ছিলেন। কিন্তু স্বরূপে ফিরতে সময় লাগেনি ক্রিশ্চিয়ানো...

আর্জেন্টিনার জালে জাপানের ৮ গোল

প্রতিদিনের ডেস্ক এবারের নারী বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে জাপান। তবে আন্তর্জাতিক...

দাপুটে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে সহজেই হারালো ভারত

প্রতিদিনের ডেস্ক মোহালিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। ওপেনিংয়ে রুতুরাজ...

বার্তাকক্ষ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৮০নং চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন মঙ্গলবার যমুনার গর্ভে বিলীন হয়। মাত্র দুদিনের ব্যবধানে ওই বিদ্যালয়ের আরেকটি ভবনও যমুনার গর্ভে বিলীন হওয়ার পথে। এ অবস্থায় স্কুলের মালপত্র সরিয়ে খোলা জায়গায় রাখা হয়েছে। কাছাকাছি আর কোনো স্কুলও নেই, যেখানে পড়ালেখা করবে স্থানীয় শিশুরা। ফলে বাচ্চাদের শিক্ষা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা।
এই চিত্র শুধু একটি বিদ্যালয়ের নয়। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান ও অসংখ্য বসতবাড়ি গ্রাস করেছে যমুনা।
চৌহালী উপজেলার এনায়েতপুরের রোকেয়া বেগম জানান, কিছুদিন আগে তাদের বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। বর্তমানে অন্যের জায়গায় আশ্রয় নিয়েছেন তিনি।
স্থানীয়রা বলেন, স্কুল নদীগর্ভে, এখন কোথায় পড়বে শিশুরা! নদীভাঙন সবসময় তাদের আতঙ্কে রাখে। শুধু স্কুলের ভবন নয়, অর্ধশতাধিক ঘরবাড়িও বিলীন হয়ে গেছে। এ জন্য পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।
চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম জানান, বেশ কিছুদিন ধরে উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের পূর্ব ও পশ্চিম পাড়ে ভাঙন শুরু হয়। এই ভাঙনের কবলে পড়ে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির ভবনটি আমাদের চোখের সামনে নদীতে চলে গেছে। এর ফলে বিদ্যালয়টির আড়াই শতাধিক শিক্ষার্থীর পাঠদান এখন অনিশ্চিত হয়ে পড়লো।
এ বিষয়ে চৌহালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজ বলেন, চার বছর আগেও বিদ্যালয়টি যমুনা নদী থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ছিল। কিন্তু সময়ের ব্যবধানে সেটি কদিন আগে দাঁড়িয়েছিল ৭ থেকে ১০ ফুটে। সম্প্রতিক যমুনায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়। আর এতে বিদ্যালয়ের একটি ভবন যমুনায় বিলীন হয়ে যায়। বিদ্যালয়ের আরেক ভবনের সিংহভাগ অংশ নদীতে ঝুলে আছে। সেটিও নদীগর্ভে যায় যায় অবস্থা।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, বন্যা ও নদী তীর ক্ষয়ের ঝুঁকি ব্যবস্থাপনার বিনিয়োগ কর্মসূচি প্রকল্প-২ এর আওতায় ৩১ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এর মাধ্যমে সদিয়া চাঁদপুরের মেহেরনগর থেকে এনায়েতপুর বাঁধ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার আন্ডার ওয়াটার ওয়েভ প্রটেকশন কাজ করা হবে। এ জন্য ঠিকাদার নিয়োগের কার্যক্রম চলছে।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

ওয়েবসাইট আছে তথ্য নেই, হয় না হালনাগাদ

* যথা সময়ে তথ্য না পাওয়ার অভিযোগ শিক্ষার্থীদের * নোটিশ দিয়েই দায়িত্ব শেষ কতৃপক্ষের রুহুল আমিন,...

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস স্নাতক কোর্স বন্ধের নির্দেশ

প্রতিদিনের ডেস্ক॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাসে (মূল ক্যাম্পাস) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির...

শুধু বেসরকারি নাকি ‘বেসরকারি কিন্ডারগার্টেন’ স্কুল

প্রতিদিনের ডেস্ক॥ স্কুলের নামের সঙ্গে কিন্ডারগার্টেন থাকবে নাকি কেবল বেসরকারি স্কুল লিখতে হবে সে...