বার্তাকক্ষ
মিলা ইসলাম। নিজের ভিন্নধর্মী গায়কির গান, পারফরমেন্স দিয়ে ক্যারিয়ারের শুরুতেই তুমুল জনপ্রিয়তা লাভ করেন। এরপর টানা ৪টি ব্যবসা সফল অ্যালবাম তিনি উপহার দেন। এসব অ্যালবামের মাধ্যমে অনেক গান ব্যাপক জনপ্রিয়তা পায়। শুধু অডিওতেই নয়, মিলা মিউজিক ভিডিও’র ক্ষেত্রেও নতুন ধারা তৈরি করেন। এদিকে গানের পাশাপাশি দেশের এক নম্বর স্টেজ পারফরমার-এ পরিণত হন। যদিও তারপর নানা কারণে দীর্ঘ একটা বিরতি নেন তিনি নতুন গানে। চালিয়ে যান স্টেজ শো। তবে সাম্প্রতিক সময়ে মিলা যেন ফিরেছেন চেনা রূপে। টিভি লাইভ, স্টেজ শোতে আবার আগের মিলাকেই খুঁজে পাচ্ছেন শ্রোতা-দর্শক।
বলা চলে, স্টেজ ও টিভি লাইভ নিয়মিত মাতাচ্ছেন এ তারকা। সম্প্রতি এনটিভি ও নাগরিক টিভিতে লাইভ করেছেন মিলা। এ দু’টি লাইভ থেকেই পেয়েছেন দুর্দান্ত সাড়া। আরেক সংগীত তারকা ও মিলার বন্ধু দিলশাদ নাহার কনাও মিলাকে শুভেচ্ছা জানান তার পারফরমেন্সের জন্য। শুভেচ্ছা জানান প্রযোজক তানভীর খানও। এদিকে দু’টি লাইভ থেকেই দর্শকদের ব্যাপক সাড়াও পেয়েছেন বলে জানালেন মিলা। তিনি বলেন, দু’টি লাইভে আমার সহকর্মীরা তো আমাকে প্রশংসায় ভাসিয়েছেনই, পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হলো দর্শকদের সাড়া পেয়েছি প্রচুর। ফেসবুক ও ফোনেও সবাই প্রশংসা করেছেন। এমন ভালোবাসা আসলে কাজের গতি আরও বাড়িয়ে দেয়। এদিকে মিলা রক ফেস্টেও ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে পারফরম করেছেন ‘তুমি কি সাড়া দেবে’ পারফরম করেছেন। এবার আসছে মৌসুমের স্টেজ শো’র জন্য পুরোপুরি প্রস্তুত মিলা। তিনি মানবজমিনকে বলেন, এই সিজনের স্টেজ শো’র জন্য আমি পুরোপুরি প্রস্তুত। প্রচুর প্র্যাকটিস করছি ব্যান্ডের সঙ্গে। আশা করছি খুব ভালো কিছু শো হবে এবার। এদিকে মিলা শোয়ের বাইরে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নতুন গান তৈরি নিয়ে। নিজের সুর ও সংগীতে খুব দ্রুতই নতুন গান নিয়ে হাজির হবেন বলে জানালেন এ পপ তারকা।
