বার্তাকক্ষ
হ্যান্ডহেল্ড মোবাইল ডিভাইসের উন্নয়নে ব্রিটিশ সেমিকন্ডাক্টর ও সফটওয়্যার ডিজাইন কোম্পানি এআরএমের সঙ্গে চুক্তি করেছে ইন্টেল। এর মাধ্যমে স্মার্টফোনের জন্য নতুন প্রসেসর তৈরিতে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। খবর টেকটাইমস।
যুক্তরাষ্ট্রের চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্টেল দীর্ঘ সময় ধরে কম্পিউটার চিপ বাজারে শীর্ষস্থানে রয়েছে। তবে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) সাশ্রয়ীমূল্যে শক্তিশালী প্রসেসর সরবরাহের মাধ্যমে ইন্টেলের আধিপত্যে প্রভাব ফেলে। তবে নতুন চুক্তির অধীনে স্মার্টফোন প্রসেসর তৈরি করা হবে। ফলে বাজারে থাকা কোয়ালকম, অ্যাপলসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় নামবে ইন্টেল।
ইন্টেল ও এআরএম মূলত সিস্টেমস অন চিপস নিয়ে কাজ করবে। যেখানে মূলত ইন্টেলের প্রযুক্তি ব্যবহার করা হবে। ডেস্কটপ ও ল্যাপটপ তৈরিতে এ প্রযুক্তি ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইন্টেল ফাউন্ড্রি সার্ভিসেস (আইএফএস) ও এআরএম জানায়, প্রতিষ্ঠান দুটি স্মার্টফোন প্রসেসর তৈরিতে মাল্টিজেনারেশনাল চুক্তিতে প্রবেশ করেছে। শিগগিরই বিশ্বের ব্যবহারকারীদের জন্য প্রসেসর উৎপাদন ও বাজারজাত করা হবে।
নতুন প্রসেসরটি ইন্টেলের ১৮এ প্রযুক্তি ও এআরএমের বিখ্যাত সক ডেভেলপমেন্ট ফর্মের ওপর তৈরি হবে। এটি প্রসেসরের কার্যক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়াবে। যৌথ বিবৃতিতে প্রতিষ্ঠানগুলো জানায়, প্রাথমিক পর্যায়ে শুধু স্মার্টফোনের জন্য চিপ তৈরি করা হবে। তবে পর্যায়ক্রমে অটোমোটিভ খাত, ইন্টারনেট অব থিংস (আইওটি), ডাটা সেন্টার, সরকারি প্রকল্প ও অ্যারোস্পেসেও যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে।ইন্টেলের প্রধান নির্বাহী প্যাট গেলসিঙ্গার বলেন, ‘এআরএমের সঙ্গে ইন্টেলের চুক্তি আইএফএসের বাজার বিস্তারে সহায়তা করবে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের ফ্যাব বা কারখানা নেই তারা উন্নতমানের সিপিইউ আইপি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে।’
ডিজিটাল ট্রেন্ডসের এক প্রতিবেদনে বলা হয়, এ চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠান দুটি অ্যাপল, কোয়ালকম, স্যামসাং, গুগল, মিডিয়াটেকসহ অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারবে। স্মার্টফোনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের (সিপিইউ) জন্য সক খুবই গুরুত্বপূর্ণ। কেননা এটি আকারে ছোট হয় কিন্তু এর কার্যক্ষমতা খুবই বেশি।
কয়েক বছরের বেশি সময় ধরে সাপোর্ট দিয়ে যাওয়ার দিক থেকে ইন্টেলের প্রসেসরের সুনাম রয়েছে। কম্পিউটার প্রসেসরের পাশাপাশি প্রতিষ্ঠানটি বর্তমানে গ্রাফিকস কার্ডসহ অন্যান্য হার্ডওয়্যারও তৈরি করছে। বিশ্বের বিভিন্ন অংশের ব্যবসা, শিক্ষাপ্রতিষ্ঠান কম্পিউটার সংক্রান্ত কাজে ইন্টেলের উদ্ভাবনে ও পরিষেবার ওপর ভরসা করে এসেছে। যুক্তরাষ্ট্রের কোম্পানিটি কম্পিউটারের জন্য ফাইভজি হার্ডওয়্যার ও বহনযোগ্য ডিভাইসও তৈরি করছে। যার মধ্যে তাইওয়ানের জন্য ইমার্জেন্সি পাওয়ার ডিভাইস রয়েছে। এটি ব্যবহার করে দ্রুততম নেটওয়ার্কে যুক্ত হওয়া যায়।
ইন্টেলের সবচেয়ে প্রচলিত পণ্য হচ্ছে এর কোর আই সিরিজের প্রসেসরগুলো। বাজারজাতের প্রথম থেকেই এ প্রসেসরগুলো কম্পিউটারে ভালো সহায়তা দিয়ে এসেছে এবং এখনো দিচ্ছে। কম্পিউটারের পাশাপাশি অন্য খাতে ব্যবসা বিস্তারের অংশ হিসেবে এআরএমের সঙ্গে চুক্তি করল ইন্টেল।
অন্যদিকে কার্বন নিঃসরণ কমানোর অংশ হিসেবে আগামী বছরের শুরুতে জ্বালানি সাশ্রয়ী ডাটা সেন্টার চিপ আনার কথাও জানিয়েছে ইন্টেল। এটিকে সিয়েরা ফরেস্ট নাম দেয়া হয়েছে।
পরবর্তী প্রজন্মের গ্রানাইট র্যাপিডস ২০২৪ সালে সিয়েরা ফরেস্টের সঙ্গে উন্মোচন করা হবে বলে সূত্রে জানা গেছে। ক্লিয়ারওয়াটার নামের আরেকটি শক্তিসাশ্রয়ী চিপ ২০২৫ সালে বাজারজাতের পরিকল্পনা রয়েছে বলেও ইন্টেল সূত্রে জানা গেছে।
সার্ভার চিপ, কম্পিউটার চিপের পাশাপাশি ইন্টেল ডেভেলপার ক্লাউডের উন্নয়নেও কাজ করছে এ প্রযুক্তি জায়ান্ট। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অ্যাপ চালানোর জন্য এতে ২৫৬ জিওনক চিপ ও ৫১২ গাউদি চিপ ব্যবহার করা হয়েছে। সামনে প্রযুক্তি জায়ান্টটি একাধিক পণ্য উন্মোচন করবে বলে সূত্রে জানা গেছে।
