Sunday, December 3, 2023
Homeআইটিস্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গাইডলাইন প্রণয়ন করছে ইউজিসি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গাইডলাইন প্রণয়ন করছে ইউজিসি

Published on

সাম্প্রতিক সংবাদ

গৌরবদীপ্ত বিজয়ের মাস

জিনিয়া রাজিন আজ ডিসেম্বরের ৩ তারিখ। একাত্তরের এই দিনে একদিকে যেমন বাংলার বুকে এগিয়ে চলছিল...

ভোটের আগে ও পরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন

জাতীয় সংসদ নির্বাচন সামনে এলেই ভয়-আতঙ্কে ভুগতে থাকে সংখ্যালঘু সম্প্রদায়। এ ভয়ভীতি, উদ্বেগ-উৎকণ্ঠা মোটেই...

শরিকদের বেকায়দায় ফেলে এগোচ্ছে আওয়ামী লীগ!

প্রতিদিনের ডেস্ক বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নিয়েছিল আওয়ামী লীগের...

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ: দুই মোটরসাইকেল আরোহী আহত

প্রতিদিনের ডেস্ক রাজধানীর ফার্মগেটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জন আহত হয়েছেন।...

প্রতিদিনের ডেস্ক॥ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে দক্ষ জনবল গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই), ডিজিটাল সিকিউরিটি, চতুর্থ শিল্পবিপ্লব, বিগ ডাটা, ব্লকচেইন, রোবোটিকস ও ইন্টারনেট অব থিংস বিষয়গুলো বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। এ লক্ষ্যে একটি গাইডলাইন তৈরি করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের কারিকুলামে ফ্রন্টিয়ার প্রযুক্তি, বিশেষায়িত প্রোগ্রাম ও প্রশিক্ষণ চালু করতে এ গাইডলাইন সহায়ক হবে বলে মনে করে ইউজিসি।
মঙ্গলবার (১৪ নভেম্বর) এ বিষয়ে গঠিত কমিটির প্রথম সভা ইউজিসিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় গাইডলাইনের খসড়া দ্রুত চূড়ান্ত করা এবং বিশ্ববিদ্যালয়ে এটি বাস্তবায়নের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইউজিসি সদস্য ও সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দিন মিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতিকুল ইসলাম, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. হাফিজ মো. হাসান বাবুসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ইউজিসি সচিব ড. সাজ্জাদ হোসেন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অভিজ্ঞ জনশক্তি তৈরির জন্য আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটিাল সিকিউরিটি, চতুর্থ শিল্প বিপ্লব, বিগ ডাটা, ব্লকচেইন, রোবোটিক্স ও ইন্টারনেট অফ থিংস ইত্যাদি আধুনিক প্রযুক্তিসমূহ বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে অন্তর্ভুক্ত করতে একটি গাইডলাইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে বেশ সহায়ক হবে।
তিনি আরও বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা এবং একটি দক্ষ ও আত্মনির্ভর জনশক্তি তৈরির লক্ষ্যে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সমূহের কারিকুলামে ইমার্জেন্ট টেকনোলজিসমূহ যুক্ত করে এর প্রায়োগিক ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।
ড. সাজ্জাদ হোসেন আরও বলেন, ডিজিটালাইজেশন, উদ্ভাবন ও গবেষণাভিত্তিক শিক্ষার মাধ্যমে দেশের জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে আধুনিক এসব প্রযুক্তি যুক্ত করা গেলে দেশে দক্ষ জনশক্তি তৈরি হবে এবং বিদেশে এসব জনশক্তি রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া যাবে।
জানা গেছে, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় জনবল গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট প্রযুক্তিসমূহ বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে যুক্ত করতে প্রণীতব্য গাইডলাইনটির খসড়া চলতি মাসে চূড়ান্ত করা এবং অংশীজনদের নিয়ে শিগগির একটি কর্মশালা আয়োজন করা হবে। গাইডলাইনটি আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার করবেন যেভাবে

প্রতিদিনের ডেস্ক ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথমে আপনাকে পাসওয়ার্ড রিসেট করতে হবে। এর জন্য আপনাকে...

ফেসবুকে ‘ফিশিং’ থেকে সুরক্ষিত থাকতে যা করবেন

প্রতিদিনের ডেস্ক ফেসবুকে ঢুকতে না ঢুকতেই আপনার চোখে পড়ল অফিসের কলিগের প্রোফাইলে অস্বস্তিকর কিছু ছবি।...

ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় ইমোতে নতুন ৬ ফিচার

প্রতিদিনের ডেস্ক বর্তমানে তথ্য আদান-প্রদানে আমাদের প্রধান ভরসাই যেন ইন্টারনেট। আর স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে...