বার্তাকক্ষ
সৌদি আরবে আর মাত্র কয়েক দিন পরেই শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলিমরা সেখানে জড়ো হতে শুরু করেছে। তাদের মধ্যে কেউ কেউ হচ্ছেন অসুস্থ। এমনই একজন হার্ট অ্যাটাকের রোগীর জীবন রক্ষা করেছেন মক্কার কিং আব্দুল্লাহ মেডিকেল সিটির এক চিকিৎসক দল। খবর সৌদি গেজেটের। জানা গেছে, ওই হজযাত্রী উজবেকিস্তান থেকে গিয়েছেন। অসুস্থ হওয়ার পর প্রথমে তাকে মক্কার আল নূর বিশেষজ্ঞ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল।পরে অবস্থার অবনতি হলে তাকে মক্কার কিং আব্দুল্লাহ মেডিকেল সিটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার বড় হার্ট অ্যাটাক ধরা পড়ে।সেখানের মেডিকেল টিম সফলভাবে তার হার্টে স্টেন্ট স্থাপন করেন। পরে অবস্থার উন্নতি হলে তিনি হাসপাতাল ছেড়ে চলে যান। বর্তমানে হজ পালন করতে তার কোনো বাধা নেই।
এদিকে হজযাত্রীদের সুবিধা দেওয়ার জন্য সৌদি কর্তৃপক্ষ নিয়েছে নানা ধরনের উদ্যোগ। এরই অংশ হিসেবে সৌদি কর্তৃপক্ষ এ বছর প্রথমবারের মতো চালু করতে যাচ্ছে চালকবিহীন গাড়ি। অর্থাৎ গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে চলবে।
বলা হয়েছে, এই মৌসুমে হজযাত্রীদের সেবা দিতে প্রথমবারের মতো চালকবিহীন বৈদ্যুতিক বাসের উদ্বোধন করতে যাচ্ছে সেখানের পরিবহন কর্তৃপক্ষ। এটির লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ টেকসই ও পরিবেশ-বান্ধব পরিবহনের নিশ্চয়তা দেওয়া।
