হাইকোর্টের নির্দেশের পর ইবির হল প্রভোস্টকে প্রত্যাহার

0
12

ইবি সংবাদদাতা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলমের দায়িত্বে অবহেলার ঘটনায় তাকে সরানোর আদেশ দিয়েছেন উচ্চ আদালত। বুধবার (১ মার্চ) উচ্চ আদালতের এক আদেশে এই নির্দেশ দেন। তাৎক্ষণিক এই বার্তা পেয়ে তাকে প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা হাইকোর্ট থেকে যে বার্তা পেয়েছি সেই অনুযায়ী ওই হলের প্রভোস্টকে প্রত্যাহার করেছি এবং হলের সিনিয়র হাউজ টিউটরকে সাময়িকভাবে হল চালানোর জন্য বলা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর বিষয়ে তিনি, আমরা তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সবাইকে জানিয়েছি। হলে সিটের বিষয়ে আমি ছাত্র উপদেষ্টাকে ওই ছাত্রী ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বলেছি।