বার্তাকক্ষ
দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হানসিকা মাতওয়ানি। চলতি বছর ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। জয়পুরের সাড়ে চারশ’ বছরের পুরনো কেল্লায় রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে নতুন জীবনে পা রাখবেন হানসিকা। শোনা যাচ্ছে, মনের মানুষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন তিনি। রাজস্থানের জয়পুরের মুণ্ডোটা কেল্লায় বসবে তার বিয়ের আসর। যদিও হানসিকার পক্ষ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি।
