বার্তাকক্ষ
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে ছিল চেলসি। তবে আশা ছিল ফিরতে লেগ ঘরের মাঠে হওয়ায়। সেই আশা পূরণ করেছে তারা। ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে (দুই লেগ মিলিয়ে ২-১) কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্লুজরা। অবশ্য ম্যাচটি শুরু হয়েছিল নির্ধারিত সময়ের ১০ মিনিট পর। কারণ, বরুসিয়া ডর্টমুন্ডের গাড়ী আটকে গিয়েছিল দর্শকের চাপে। ম্যাচের শুরু থেকেই চেলসি দারুণ আক্রমণ শানাচ্ছিল। পাশাপাশি করছিল গোল মিসের মহড়াও। ৩০ মিনিটের মাথায় হাভার্টজের নেওয়া শট পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। এরপর তিনি বল জালে জড়ালেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়। প্রথমার্ধের শেষ দিকে (৪৩ মিনিট) রহিম স্টার্লিং ডি বক্সের মধ্যে বল পেয়ে বরুসিয়ার রক্ষণভাগের একজন খেলোয়াড়কে পরাস্ত করে ভলিতে দারুণ এক গোল করে এগিয়ে নেন দলকে।
বিরতির পর শুরুতেই পেনাল্টি পেয়ে যায় চেলসি। এ সময় বরুসিয়ার মারিয়াস উলফ বক্সের মধ্যে হ্যান্ডবল করে বসেন। সেটি গড়ায় ভিএআর পর্যন্ত। অবশেষে টিকে যায়। পেনাল্টি নিতে আসেন হাভার্টজ। প্রথম দফায় তিনি মেরে বসেন পোস্টে। কিন্তু ভিএআর চেকে দেখা যায় পেনাল্টি নেওয়ার আগেই বরুসিয়ার খেলোয়াড়রা ঢুকে পড়ে বক্সে। তাতে পেনাল্টিটি আবার নেওয়ার সুযোগ পান হাভার্টজ। এবার অবশ্য তিনি বল জালে জড়াতে সক্ষম হন। তাতে চেলসি এগিয়ে যায় ২-০ ব্যবধানে। বাকি সময়ে বরুসিয়া গোল শোধ দিতে প্রাণপণ চেষ্টা করেও জালের নাগাল পায়নি। তাতে প্রথম লেগে এগিয়ে গিয়েও ফিরতি লেগে হেরে বিদায় নিতে হয় শেষ ষোলো থেকেই।