প্রতিদিনের কথা
এবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধানের বাড়িতে হামলা করেছে ইসারায়েলি বাহিনী। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এই হামলার কথা জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ইসরায়েল বলছে, হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহের বাড়িতে হামলা চালানো হয়েছে। এই বাড়িতে বসবাস করেন না তিনি। দীর্ঘদিন ধরে কাতার অবস্থান করছেন হামাসের এই নেতা। তবে এসময় বাড়িতে অন্য কেউ ছিল কিনা তাও জানা যায়নি। এইসঙ্গে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না এ ব্যাপারেও কোন তথ্য জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। আল জাজিরা জানায়, ইসমাইলের বাড়িতে এটিই প্রথম হামলার ঘটনা নয়। এর আগেও, তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আল-আকসা রেডিও জানিয়েছে, গত ৪ নভেম্বর হানিয়াহের বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিলো ইসরায়েল। উল্লেখ্য, হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহ ২০১৯ সাল থেকে গাজার বাইরে রয়েছেন। কাতার ও তুরস্কে বসবাস করছেন তিনি।
